টুকরো খবর
আত্মঘাতী মা-মেয়ে
মা ও মেয়ে একসঙ্গে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। শুক্রবার মোকামপুর এলাকার ঘটনা। রেল লাইনের ধারে ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, রাজপুর রোডের কাছে চন্দ্রালোক কলোনির বাসিন্দা ৬২ বছরের নাসিমা খাতুন এবং তাঁর মেয়ে ৩২ বছরের নাজিমা বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। কেন তাঁরা এই চরম পদক্ষেপ করলেন, সে বিষয়ে মৃতাদের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ধর্ষণ কাণ্ডে পুলিশের সমালোচনায় কমিশন
দিল্লি গণধর্ষণের ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করল বিচারপতি ঊষা মেহরার নেতৃত্বাধীন কমিশন। ঘটনার দিনে পুলিশের ভূমিকা খতিয়ে দেখার দায়িত্ব ছিল ওই কমিশনের। কমিশনের মতে, যে বাসটিতে ধর্ষণ কাণ্ড হয়েছিল সেটিকে অনেক আগেই আটকানো উচিত ছিল পুলিশের। কারণ, বাসটির অনেক গুরুত্বপূর্ণ ছাড়পত্র ছিল না। বিচারপতি মেহরার বক্তব্য, “দিল্লি পুলিশ ও রাজধানী এলাকায় (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) সক্রিয় অন্য পুলিশ দফতরগুলির কোনও সমন্বয় নেই। পুলিশের টহলদারি ভ্যান ও গণপরিবহণেরও একান্ত অভাব।” কমিশন জানিয়েছে, ওই দিন খবর পাওয়ার ৬ মিনিটের মধ্যেই পুলিশ ধর্ষিতা ও তার পুরুষবন্ধুর কাছে পৌঁছে গিয়েছিল। তাই সে দিক থেকে সমালোচনা করার মতো কিছু নেই। ধর্ষিতার পুরুষ বন্ধুর সমালোচনা করেছে কমিশন। বিচারপতি মেহরার দাবি, ওই যুবক তাঁর কাছে এক কথা বলেছেন। পরে টিভি চ্যানেলকে বলেছেন অন্য কথা।

ভাণ্ডারা-কাণ্ডে বরখাস্ত হলেন প্রধান শিক্ষক
মহারাষ্ট্রের ভাণ্ডারায় তিন বোনকে ধর্ষণ ও খুনের ঘটনায় গাফিলতির অভিযোগে এ বার তাদের স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি স্কুলে গিয়েছিল তিন বোন। কিন্তু কিছু ক্ষণ পর থেকেই তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মিড ডে মিলের সময়ে ওই তিন বোনের অনুপস্থিতির কথা জানতে পারেন প্রধান শিক্ষক। কিন্তু তিনি ওই মেয়েদের পরিবারকে কিছুই জানাননি। পরেও পুলিশ যখন মেয়েগুলির খোঁজে জিজ্ঞাসাবাদ শুরু করে তখনও এ নিয়ে কোনও তথ্য দেননি ওই শিক্ষক। অন্য দিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রফতার হয়নি। কেউ এ ব্যাপারে খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এনেছেন গ্রামবাসীরা। আজ ওই তিন বোনের বাড়িতে বিজেপির প্রাক্তন সভাপতি নিতিন গডকড়ী যান।

দুর্ঘটনা থেকে রক্ষা
অল্পের জন্য রক্ষা পেলেন মুম্বই থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগো এ-৩২০ এয়ারবাসের ১৮০ জন বিমানযাত্রী। চণ্ডীগড় বিমানবন্দরে অবতরণের কিছু আগেই চালকের চোখে পড়ে রানওয়ের কাছাকাছি এক হেলিকপ্টারের অবস্থান। দুর্ঘটনা এড়াতে গন্তব্যে পৌঁছনোর আগেই বিমানটির জরুরি অবতরণ করান চালক। অভিযোগ, হেলিকপ্টারটির অবস্থান নিয়ে আগে বিমানচালককে কোনও রকম সতর্ক বার্তা দেয়নি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। আকাশ ছিল ঘন কুয়াশাচ্ছন্ন।

সব থেকে ছোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার
—নিজস্ব চিত্র।
বয়সে হওয়ার সুবাদে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম উঠল দার্জিলিংয়ের চাঁদমারির বাসিন্দা সোহম গুহের। সে দার্জিলিং সেন্ট জোসেফ স্কুলের দশম শ্রেণির ছাত্র। লিমকা বুকেও তার নাম উঠেছে। শুক্রবার বাবা-মায়ের সঙ্গে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে সোহম। সেখানে তাঁর তৈরি একটি সফটওয়্যারের উদ্বোধন করে সে। সোহমের কৃতিত্বে খুশি তাঁর বাবা-মা। সোহম দাবি করে, গত দেড় বছরে সে ১২টি সফটওয়্যার তৈরি করেছে। তাঁর সঙ্গে কানাডার একটি কোম্পানির চুক্তি রয়েছে। তাদের কাছেই সে সফটওয়্যার বিক্রি করছে।

ট্রেনে ড্রামের মধ্যে দেহ কিশোরীর
ট্রেনের সংরক্ষিত কামরায় ড্রামের ভিতর থেকে মিলল এক কিশোরীর অর্ধগলিত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে গুয়াহাটি স্টেশনে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধেয় লালগড় থেকে গুয়াহাটি আসা অওধ-অসম এক্সপ্রেসের এস ৭ কামরা থেকে শৌচালয়ের পাশে একটি ড্রাম পাওয়া যায়। ঢাকনা খুলে ভিতরে দেখা যায় দোমড়ানো অবস্থায় এক কিশোরীর দেহ রাখা আছে। আরপিএফ দেহটি ময়না তদন্তে পাঠায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.