|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
খুঁজে চলেন প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্য |
মৃণাল ঘোষ |
একজন শল্যচিকিত্সক ডা. সৃজন মুখোপাধ্যায়। তাঁর অস্ত্রোপচারের গণ্ডি মানুষের মুখ। অসুন্দর বা ক্ষতবিক্ষত মুখকে সুন্দর করে তোলা তাঁর পেশা। চিত্রকূট গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হল এই তাঁর ছবির প্রদর্শনী। প্রথম একক। নানা বিষয় নিয়ে এঁকেছেন বিভিন্ন আঙ্গিকে। নিসর্গ, ফুল, সঙ্গীত, বিমূর্ত ডিজাইন ইত্যাদি নানাবিধ তাঁর বিষয়। প্রকৃতির অন্তর্নিহিত সৌন্দর্যের কেন্দ্রটিকে তিনি খুঁজে চলেন। সেটাকেই হয়তো প্রয়োগ করেন মানুষের মুখের রূপান্তরণের নান্দনিকতায়। |
|
|
প্রদর্শনী চলছে
গ্যালারি ৮৮: সনত্ কর কাল শেষ।
অ্যাকাডেমি: নুর আলি ২৬ পর্যন্ত।
উমা বর্মন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিল্প ভাবনা’র প্রদর্শনী ২৬ পর্যন্ত।
গ্যালারি গোল্ড: প্রদীপ, পুলক ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
গ্যালারি ৭৯: অরিন্দম বসু ও বারিন্দম বসু ২৭ পর্যন্ত। |
|
|
|
|
|