সরস্বতী পুজোর ভোগ খাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে সোজা মুম্বই। সেখানে চিত্রতারকাদের দেখার ইচ্ছায় মেরিন ড্রাইভ থেকে শুরু করে নানা জায়গায় ইতিউতি ঘুরেছিল দুই কিশোর। তবে কয়েক দিন কাটতেই বিপাকে পড়ে তারা। শেষে ছত্রপতি শিবাজি টার্মিনাসে হাওড়াগামী এক যাত্রীর সাহায্যে শুক্রবার তারা বাড়ি ফেরে। পুলিশ জানায়, ওই দুই কিশোরের নাম বিক্রম মজুমদার (১৬) ও শুভঙ্কর হালদার (১৪)। অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির ছাত্র শুভঙ্কর ও বিক্রম লেকটাউনের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ওই দুই কিশোর সরস্বতী পুজোর দিন দুপুর থেকে নিখোঁজ ছিল। তাদের পরিজনেরা লেকটাউন থানায় নিখোঁজ ডায়রিও করেন। পুলিশ জানায়, নদিয়ার হাঁসখালির বাসিন্দা পবন ঘোষ নামে এক যুবক কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন। গত বুধবার কলকাতায় ফেরার ট্রেন ধরতে স্টেশনে গিয়ে দেখতে তিনি পান ওই দুই কিশোরকে। পবনবাবু বলেন, “ওদের এক জন আমার মোবাইল থেকে বাড়িতে ফোন করতে চায়। দেখি, ফোন করতে গিয়ে কেঁদে ফেলছে সে। এর পরে ওরা আমায় সব জানায়।” পবনবাবু জানান, বিক্রমের অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি লেকটাউন থানায় জানান তিনি। তার পরে তাদের কলকাতায় নিয়ে আসেন। হাওড়া স্টেশন থেকে লেকটাউন থানার পুলিশ তাদের নিয়ে পরিজনেদের হাতে তুলে দেয়।
|
ফের দমদমে মন্দিরে চুরির ঘটনা ঘটল। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে দমদমের যুগীপাড়ায় তপতী সেনগুপ্ত নামে এক মহিলার বাড়ির তালা ভেঙে তিনটি মন্দিরে ঢুকে প্রতিমার সোনার মুকুট, সোনার চেন, রুপোর থালা ও ক্যাশবাক্সের টাকা চুরি করে পালায় চোরেরা। শুক্রবার বাড়ির লোকেরা দেখেন, মন্দিরের ভিতরে সব কিছু তছনছ। পরিবারের তরফে জানানো হয়, ক্যাশবাক্সে ৩০ হাজার টাকা ছিল। গয়না ও টাকা মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।
|
এক যুবকের ঝুলন্ত দেহ মিলল। তাঁর সঙ্গী তরুণী হাসপাতালে। শুক্রবার, দক্ষিণেশ্বরে। মৃতের নাম অভিজিত্ মণ্ডল (৩০)। পুলিশ জানায়, অভিজিত্ ও তাঁর সঙ্গী দীপান্বিতা মণ্ডল স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে উঠেছিলেন। এ দিন তাঁদের দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু সারা দিন বেরোননি তাঁরা। বিকেলে গোঙানির শব্দে কর্মীরা দরজা ভেঙে ঢুকে অভিজিত্ ও দীপান্বিতাকে উদ্ধার করেন। হাসপাতালে অভিজিতকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। |