সহারার সঙ্গে কোনও রকম লেনদেন নয়, লগ্নিকারীকে সতর্ক বার্তা সেবির |
সহারা গোষ্ঠীর দুই সংস্থা, কর্ণধার সুব্রত রায়- সহ সংস্থা দু’টির প্রোমোটার এবং ডিরেক্টরদের সঙ্গে কোনও রকম লেনদেন না করার জন্য আমজনতা ও লগ্নিকারী সংস্থাকে সতর্ক করে দিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। সে ক্ষেত্রে তাদের স্পষ্ট বার্তা, এর পরও যদি কেউ সহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট কর্পোরেশন, সহারা হাউজিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন এবং তাদের তিন প্রোমেটার ও ডিরেক্টরদের সঙ্গে আর্থিক লেনদেনে জড়াতে চান, তবে তা করতে হবে সম্পূর্ণ নিজের ঝুঁকিতে। বেআইনি ভাবে লগ্নিকারীদের থেকে তোলা টাকা না ফেরালে ওই দুই সংস্থার বিরুদ্ধে সেবিকে গত অগস্টেই ব্যবস্থা নিতে বলেছিল শীর্ষ আদালত। তার পর সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সংস্থা দু’টির যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় সেবি।
|
তিন সপ্তাহের ব্যবধানে ফের আলোচনা হল হলদিয়া পেট্রোকেমিক্যালস চাঙ্গা করার জন্য অর্থ সংস্থানের পথ নিয়ে। কিন্তু নতুন কোনও সমাধান সূত্র উঠে এল না শুক্রবারও। প্রধান দুই শরিক টাকা ঢাললে তবেই তারা নতুন ঋণ দেবে পুরনো এই অবস্থান থেকে এ দিনও নড়েনি ব্যাঙ্কগুলি। এ দিন ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসেন সংস্থা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিরা। বস্তুত, এ মাসের গোড়াতেই ছিল সংস্থার পর্ষদের বৈঠক।
|
টেলিকম সংস্থাগুলি এ বার থেকে ইচ্ছে হলেই ‘নিষ্ক্রিয়’ প্রি-পেড মোবাইল ফোনের সংযোগ বন্ধ করতে পারবে না। ট্রাই জানিয়েছে, ফোনে ন্যূনতম ২০ টাকা ভরা থাকলে এবং ৯০ দিন পর্যন্ত ফোন ব্যবহার না করা হলেও সেই সংযোগ বন্ধ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থা। কোনও গ্রাহকের সংযোগ বন্ধ করতে হলে তাঁকে ১৫ দিনের অতিরিক্ত সময়সীমা দিতেই হবে, তিনি ইচ্ছা করলে তার মধ্যে চার্জ দিয়ে ফোনের সিম ফের চালু করতে পারেন। অন্য দিকে, মুম্বই ও কলকাতা সার্কেলে পরিষেবা বন্ধ করে দেওয়ায় ইউনিনরকে সেখানকার গ্রাহকদের বাকি টাকা ১৫ দিনের মধ্যে ফেরতেরও নির্দেশ দিয়েছে ট্রাই।
|
হিমঘরের উদ্বোধন হল ঘাটাল থানার দ্বন্দিপুরে। শুক্রবার হিমঘরটির উদ্বোধন করেন ঘাটালের মহকুমাশাসক অংশুমান আধিকারী। ছিলেন ঘাটালের বিডিও দেবব্রত রায়, দিলীপ মাঝি প্রমুখ। হিমঘরের মালিক পরিমল মান্না বলেন, “৩ লক্ষ ৫০ হাজার প্যাকেট আলু মজুত রাখার ব্যবস্থা রয়েছে হিমঘরে।” |