রিষড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর |
আজ রিষড়ায় আপ ব্যাণ্ডেল লোকালে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিজয় মিশ্র। ব্যক্তিগত কাজে উত্তরপাড়া থেকে ব্যান্ডেল লোকালে তিনি রিষড়া ফিরছিলেন। রিষড়া স্টেশন চত্বরে হঠাত্ই তিন-চার জন যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। ৪-৫ রাউন্ড গুলি চলেছে বলে খবর। সেই সময় তিনি ট্রেনের শেষ বগিতে ছিলেন। দুষ্কৃতীরা প্রথমে ট্রেনের বাইরে থেকে গুলি ছুঁড়লেও পরে ট্রেনে উঠে এসে তাঁর পিছু নেয়। গুলি লাগে বিজয়বাবুর পায়ে ও কোমরে। আহত অবস্থায় বিজয়বাবু আশ্রয় নেন থানায়। তাঁকে উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে । দুষ্কৃতীদের এখনও ধরতে পারা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
আর জি করের জরুরী বিভাগে আগুন |
ফের আমরিকাণ্ডের ছায়া এবার আর জি করে। হাসপাতালের তিনতলায় প্যাথোলজি বিভাগে আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। ধোঁয়ার ভর্তি হয়ে যায় গোটা হাসপাতাল। তীব্র আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় রোগীদের মধ্যে। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। প্যাথলজি বিভাগের এসি মেশিন থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। চিকিত্সক ও রোগীদের নিরাপদেই বের করে আনা হয়েছে।
|
হায়দরাবাদ বিস্ফোরণকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪ |
গতকাল হারদরাবাদের দিলসুখনগরে ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪, আহত অন্তত ১১৯ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্বভাবতই মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে ও মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। অন্ধ্রপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ ও শাহনওয়াজ হুসেন। বিস্ফোরণস্থলে উপস্থিত আছেন এনআইএ, আইবি, এনএসজি-সহ কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের আধিকারিকেরা। ঘটনাস্থলে বল বিয়ারিং, অ্যামোনিয়াম নাইট্রেটের সন্ধান মিলেছে। সাইকেল ও দু’টি টিফিন বাক্সে বিস্ফোরক রাখা ছিল বলে প্রাথমিক অনুমান গোয়েন্দাদের। ফরেন্সিক পরীক্ষায় জানানো হয়েছে প্রায় এক কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের নাম করা হয়নি। হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে আজ হায়দরাবাদে বনধের ডাক দিয়েছে বিজেপি। বিস্ফোরণের ঘটনায় মাস্টার মাইন্ড ইয়াসিন ভটকলের হাত আছে বলে প্রাথমিক তদন্তে অনুমান এনআইএর। তিন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ, আজমগঞ্জের তবরেজ, সমস্তিপুরের ওয়াকাশ, ঝাড়খণ্ডের মনজর।
হেল্পলাইন নম্বর চালু করেছে হায়দরাবাদ পুলিশ—
নম্বর-০৪০-২৭৮৫৩৪০৮
|