|
|
|
|
কথায়-গানে স্মরণ ভাষাদিবস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোথাও পদযাত্রা, কোথাও বা গান ও স্বরচিত কবিতা পাঠ। এ ভাবেই নানা আয়োজনে দুই মেদিনীপুর জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্মরণ করা হল ভাষা আন্দোলনের শহিদদের।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে তমলুক জেলা তথ্যকেন্দ্রে অনুষ্ঠান হয়। মাতৃভাষা বিষয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে তাৎক্ষণিক বক্তৃতা, আলোচনাসভা, গান, কবিতা পাঠ-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। সফলদের বই দিয়ে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, ভারপ্রাপ্ত জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক উৎপল পাল প্রমুখ। দেবব্রত দত্ত কবিতা পাঠ করেন। অধ্যাপক আশুতোষ দাস, পরমেশ আচার্য ভাষা দিবস নিয়ে আলোচনা করেন। সঙ্গীত পরিবেশন করেন শঙ্কর দত্ত। এ দিন মেচেদা সাহিত্য অ্যাকাডেমির উদ্যোগে সকালে ভাষা শহিদ স্মরণে পদযাত্রা হয়। মেচেদা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত পদযাত্রায় যোগ দেন স্থানীয় লেখক, শিল্পীরা। মেচেদায় বিদ্যাসাগর ও ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর বিদ্যাসাগর মেমোরিয়াল হলে আলোচনাসভা, কবিতা পাঠের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবি পুষ্প সাঁতরা, দেবাশিস মহারাণা, ক্ষুদ্র পত্রিকা সংগঠক সুদর্শন খাটুয়া, সমাজসেবী প্রভাত চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। কাঁথি শহরে উত্তাপ সাহিত্য পত্রিকার পক্ষ থেকেও ভাষা দিবস পালিত হয়। অনুষ্ঠানে বাংলা ভাষা আন্দোলনে অমর শহিদ বরকত-সালাম-রফিক ও জব্বারদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, গল্প, গান ও আলোচনা হয়। যোগ দেন কবি এসমহিউদ্দিন, কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী, সত্যরঞ্জন জানা, কমল বিষয়ী প্রমুখ। |
খুদের তুলিতে একুশে ফেব্রুয়ারি স্মরণ। এগরায় কৌশিক মিশ্রের ছবি। |
ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি কেন্দ্রের সভাঘরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এ দিন। সেখানে শহিদ বেদিতে মাল্যার্পণ করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, লোককবি ভবতোষ শতপথী প্রমুখ। সাঁওতালি সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী লোকরঞ্জন শাখার শিল্পীরা। সন্ধ্যায় মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর ও ‘প্রয়াস’ সংস্থার যৌথ উদ্যেগে ঝাড়গ্রামের বাছুরডোবায় প্রয়াস সংস্থার সভাঘরে ভাষা দিবস স্মরণে নানা অনুষ্ঠান হয়। সন্ধ্যায় গণতান্ত্রিক লেখক-শিল্পী সঙ্ঘের ‘ঝাড়গ্রাম পথিকৃৎ শাখা’র উদ্যোগে সুভাষ চকের কাছে একটি সভাঘরে কবিতা, গান ও আলোচনার মাধ্যমে ভাষা দিবস উদ্যাপন করা হয়।
পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং মেদিনীপুর টাউন স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে ভাষা দিবসের অনুষ্ঠান হয়। খড়্গপুর পুরসভার সভাঘরে অমর একুশে স্মরণে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক আর বিমলা, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌম্য হালদার প্রমুখ। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি’র পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুরের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে এক সভা হয়। দিনটির স্মরণে মিছিল করেছে তৃণমূল। এসএফআইয়ের উদ্যোগেও মাতৃভাষা দিবস পালন করা হয়। মেদিনীপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠান হয়।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জ্বলদর্চি’ প্রকাশ করল ‘একুশের অঙ্গীকার’ শীর্ষক এক পুস্তিকা। |
|
|
|
|
|