দেশজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব |
আজ শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ধর্মঘটের মোকাবিলায় প্রশাসকের ভূমিকা পালন করতে চান বলে সোমবারই ইঙ্গিত দিয়েছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই অন্যান্য দিনের মতো আজও মহাকরণে হাজিরা স্বাভাবিক বলেই জানা গিয়েছে। সকাল সাড়ে দশটায় মহাকরণে আসেন মুখ্যমন্ত্রী। শিল্প দফতরের অধীনস্থ নিগমগুলিতেও হাজিরা প্রায় ৯৮ শতাংশ। খোলা রয়েছে পুরবাজার। বনধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী।
সকাল থেকে সরকারি বাস চললেও বেসরকারি বাসের সংখ্যা খুবই কম। ট্যাক্সি ও অটোর সংখ্যা তুলনামূলক ভাবে কম হওয়ায় কার্যত বিপাকে যাত্রীরা। আইএনটিটিইউসির তথ্য অনুযায়ী—
• ৩৭ হাজার বাসের মধ্যে রাজ্য জুড়ে চলছে ১৫০০টি বাস
• ৫ হাজার মিনিবাসের মধ্যে চলছে ১২০টি বাস
• সিটিসি বাস চলছে ১৩৫টি
• সিএসটিসি বাস ৩৭৪টি ও ট্রাম চলছে ৬০ টি
• সকাল থেকেই মেট্রো পরিষেবা স্বাভাবিক। চলছে ২৭০টি মেট্রো।
• বিভিন্ন স্টেশন থেকে স্বাভাবিক দূরপাল্লার ট্রেন
চলাচল
দমদম বিমানবন্দরে উড়ান স্বাভাবিক বলেই খবর। স্বাভাবিক ফেরি পরিষেবাও।
অন্যদিকে ধর্মঘটের প্রভাব পড়েছে আগরতলা বিমানবন্দরে। মুম্বই, নয়াদিল্লিতে ও ওড়িশায়এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা গিয়েছে।
|
• ধর্মঘটে ভাল সাড়া মিলেছে বর্ধমানে। কিছু বেসরকারি বাস চললেও সরকারি বাস একেবারেই বন্ধ। বন্ধ রয়েছে এটিএম পরিষেবা। আসানসোলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে ধর্মঘটীরা।
• রায়গঞ্জের বারদুয়ারিতে সরকারি বাস ভাঙচুর ধর্মঘটীদের। ইসলামপুরে ১৪ জন বনধ সমর্থনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
• শিলিগুড়িতে ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। সকাল থেকেই বনধ উপেক্ষা করে পথে নেমেছেন সাধারণ মানুষ। সরকারি পরিবহনের পাশাপাশি স্বাভাবিক বেসরকারি পরিবহনও।
• হাওড়ার উলুবেড়িয়ায় বেসরকারি বাসে হামলা চালায় বনধ সমর্থনকারীরা।
• হাওড়া ব্রিজের উপর ওপর বাসে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখান ধর্মঘটীরা।
• মধ্যমগ্রামের চৌমাথায় বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
• সকাল থেকেই স্বাভাবিক হাওড়া স্টেশনে ট্রেন চলাচল। স্বাভাবিক রয়েছে দক্ষিণ-পূর্ব শাখার রেল চলাচল।
অন্যদিকে হুগলির বৈদ্যবাটী স্টেশনে সকালে রেল অবরোধ থাকলেও আরপিএফ ও রেল পুলিশের সহায়তায় পরিষেবা এখন স্বাভাবিক বলে জানা গিয়েছে।
•
ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় রেল অবরোধের জেরে বিঘ্নিত হয়েছে পরিষেবা।
|
• কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের প্রভাব সেই ভাবে পড়েনি তথ্যপ্রযুক্তি শিল্পে। উপস্থিতি কম হলেও কার্যত সকাল থেকেই স্বাভাবিক সেক্টর ফাইভ।
• হলদিয়া ও দুর্গাপুর শিল্পাঞ্চলের চিত্রও একই রকম। কারখানা খোলা থাকার পাশাপাশি নির্বিঘ্নে চলেছে হলদিয়া বন্দরের কাজকর্মও।
• অন্য দিকে ধর্মঘটের প্রভাব পড়েছে বারাকপুর শিল্পাঞ্চলে। বন্ধ রয়েছে সব কটি’ কারখানা।
|
মুখ্যমন্ত্রীর প্রশাসনিক আশ্বাস থাকলেও কার্যত কলকাতার রাস্তা অনেকটাই শুনশান। সকাল থেকে বাস, ট্রাম, ট্যাক্সির দেখা মিললেও যাত্রীর সংখ্যা হাতে গোনা। তবে অন্য চিত্র সরকারি দফতরগুলিতে। অন্যান্য দিনের মত আজও দেখা গিয়েছে কর্মব্যস্ততা।
•
ধর্মতলায় অন্যান্য দিনের তুলনায় ভীড় অনেকটাই কম।
• সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়েছে হাজরা মোড়ে। পুলিশের সহায়তায় গাড়ির সামনে চলে আসা মিছিল সরিয়েছেন পরিবহনমন্ত্রী মদন মিত্র। তবে কোনওরকম বিক্ষোভের ঘটনা ঘটেনি বলেই সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
|
ধর্মঘটের সকালে খুন শ্রমিক নেতা |
ট্রেড ইউনিয়নগুলির ডাকা দেশজুড়ে দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথমদিনেই সকালবেলায় অম্বালায় কুপিয়ে খুন হলেন শ্রমিক নেতা। সকালে অম্বালা বাসস্ট্যান্ডে বনধের সমর্থনে জড়ো হয়েছিলেন এআইটিইউসির সমর্থকেরা। এই পরিস্থিতিতে বাস বার করা নিয়ে মালিকপক্ষের সঙ্গে বচসা বাধে তাদের। এই বচসার জেরেই এআইটিউসির কোষাধ্যক্ষ নরেন্দ্র সিংহকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার প্রভূত নিন্দা করে সংগঠনের সাধারণ সম্পাদক গুরুদাস দাশগুপ্ত জানিয়েছেন এই ধর্মঘট জারি রাখবে শ্রমিক সংগঠনগুলি।
|