গার্ডেনরিচ কাণ্ডে ধৃত ৩ অভিযুক্তকে নিয়ে মেটিয়াবুরুজ ও গার্ডেনরিচে রাতভর তল্লাশি চালাল সিআইডি। চিরুনি তল্লাশি চালানোর পর পাহাড়পুর এলাকায় হরিমোহন কলেজ সংলগ্ন স্থান থেকে ২০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। অন্য দিকে, মেটিয়াবুরুজে উদ্ধার হয়েছে ১৮টি বোমা, ১টি ওয়ান শাটার ও ১ রাউন্ড গুলি। সিআইডি সূত্রে খবর, উদ্ধার হওয়া বন্দুকটি সে দিন ব্যবহার হয়েছিল কি না তা খতিয়ে দেখতে বন্দুকের ব্যালিস্টিক পরীক্ষা করা হবে। সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ দিকে, গত মঙ্গলবারের ঘটনার পর কড়া নিরাপত্তায় আজ হরিমোহন কলেজে মনোনয়নপত্র
জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৩১টি আসনে মনোনয়ন জমা পড়ার কথা। আগামী ২৮ ফেব্রুয়ারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন। কোনও অপ্রীতিকর পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য পুরো কলেজকে র্যাফও সশস্ত্র পুলিশবাহিনী ঘিরে রেখেছে। তৈরি রাখা হয়েছে কাঁদানে গ্যাসের শেলও।
অন্য দিকে, বাবা তাপস চৌধুরির মৃত্যুর পর আজ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে করণিক পদে যোগ দিলেন মেয়ে তনুশ্রী চৌধুরি। কাজে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘এই ভাবে চাকরি পাব ভাবিনি। নিজের যোগ্যতায় চাকরি করব ভেবেছিলাম।’’
|
মুর্শিদাবাদে অপহৃত ছাত্র উদ্ধার |
মুর্শিদাবাদে অপহৃত এক তৃতীয় শ্রেণির ছাত্রকে উদ্ধার করল পুলিশ। রানিনগরের বাসিন্দা আয়ান রহমান নামে ওই ছাত্র গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। পরিবারসূত্রে খবর, স্কুল থেকে ফেরার পথে জলঙ্গির নাটিয়াল বাজার থেকে এক দল দুষ্কৃতী আয়ানকে অপহরণ করে। তার পর থেকেই মুক্তিপণ চেয়ে হুমকি ফোন আসতে শুরু করে। মুর্শিদাবাদ পুলিশ কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায়। অবশেষে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিহরপাড়ায় এক বাসিন্দার বাড়ি থেকে ছাত্রটিকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এই ঘটনায় জড়িত থাকা ৫ ব্যক্তিকে। |