টুকরো খবর
সমুদ্রে তলিয়ে গেলেন দুই ছাত্র
বকখালির সমুদ্রে স্নান করতে নেমে হারিয়ে গেলেন কলেজ পড়ুয়া দুই ছাত্র। দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেলে। পুলিশ জানায়, তাঁদের নাম চিরঞ্জিৎ সরকার এবং শ্রীশঙ্কর সরকার। কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তাঁরা। দু’জনেরই বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। পুলিশ জানায়, শুক্রবার দুই বন্ধু বকখালিতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে তাঁরা সমুদ্রে নামেন। কিছু ক্ষণ পরে জলের তোড়ে দু’জনে ভেসে যেতে থাকেন। মৎস্যজীবীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেও পারেননি। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আসে। নৌকো নিয়ে তল্লাশিও শুরু হয়। সমুদ্রের ধারে দুই তরুণের ব্যাগ পড়েছিল। তা থেকেই দু’জনের পরিচয় জানতে পারে পুলিশ। তাঁদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

রাজনীতি এড়াতেই ‘নাট্য স্বজন’: ব্রাত্য
রাজনীতির ‘আমরা-ওরা’ ভাঙতেই ‘নাট্য স্বজন’-এর ভাবনা বলে জানালেন নাট্যকর্মীদের এই মঞ্চের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার উত্তরপাড়া গণভবনে নাট্য স্বজন আয়োজিত নাট্যোৎসবের সূচনায় এসেছিলেন ব্রাত্যবাবু। সেখানেই তিনি বলেন, “অনেক সময়েই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নাটক হয়। কিন্তু নাট্য স্বজনের উদ্দেশ্য তা নয়।” তাঁর কথায়, “আমারও একটি রাজনৈতিক পরিচয় আছে। সেই পরিচয়ের বাইরে যেতেই নাট্য স্বজন তৈরির ভাবনা। অন্য কারও যদি অন্য কোনও পরিচয় থাকে, তা হলে তিনিও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। কোনও বাধা নেই। এই নাট্যোৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ১২টি নাটক মঞ্চস্থ হবে।

হাবরায় প্রয়াত পালাকার
চলে গেলেন যাত্রাপালাকার সত্যপ্রকাশ দত্ত। শনিবার সকালে হাবরার মছলন্দপুরে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। কয়েক মাস ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ‘মহাভারতের অগ্নিকন্যা’, ‘সম্রাট আলাউদ্দিন’, ‘লালপাথর’-সহ দু’শোরও বেশি পালা তিনি রচনা করেন। বীণা দাশগুপ্ত, স্বপন কুমার, কমল মিত্রদের মতো অভিনেতারা তাঁর যাত্রায় অভিনয় করেছেন। বহু পুরস্কারও পেয়েছেন।

হাত হারালেন
অটো-দুর্ঘটনায় হাত খোয়ালেন এক মহিলা। খেড়িয়া পোলের কাছে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখম হন শান্তি হালদার। নামে বাড়ি কুলতলির নারায়ণতলা গ্রামে। ক্যানিংগামী অটোর পিছনের আসনে ডান দিকে বসেছিলেন শান্তিদেবী। উল্টোদিক থেকে আসা একটি মোটরভ্যান অটোয় ধাক্কা মারে। শান্তিদেবীর ডান হাতের কনুইয়ের উপরের অংশ কেটে যায়।

ধর্ষণে ধৃত শ্বশুর
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ক্যানিংয়ের গোপালপুরের ঘটনা। পুলিশ জানায়, তার নাম মানিক চন্দ্র সর্দার। স্বামী বাড়িতে না থাকার সুযোগে দিন কয়েক আগে সে ওই বধূর উপর যৌন অত্যাচার চালায় বলে অভিযোগ করেছেন ওই বধূ।

শ্লীলতাহানির চেষ্টা
দাবিমতো সরস্বতী পুজোর চাঁদা দিতে অস্বীকার করায় বাড়িতে ঢুকে এক বধূর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল একটি ক্লাবের কয়েক জনের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার জেটিঘাট এলাকার ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.