মাঘের শেষ লগ্নে রাজ্যে এ বার বৃষ্টির পালা। তার হাত ধরেই বিদায়বেলায় কিছুটা ঘুরে দাঁড়াবে শীত। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ, রবিবার রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার জেরে আগামী কয়েক দিনে রাজ্যের কয়েকটি জায়গায় স্বাভাবিকের নীচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা।
আবহবিদেরা জানিয়েছেন, গত সপ্তাহের গোড়া থেকেই রাজ্য থেকে শীতের বিদায় ঘণ্টা বেজেছিল। রাজ্য জুড়ে বাড়তে শুরু করেছিল তাপমাত্রাও। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। কিন্তু এ বার তাতে পরিবর্তন আসবে বলেই আবহবিজ্ঞানীদের দাবি। কেন?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “উত্তরপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্বের রাজ্য পর্যন্ত বিস্তৃত। তার জেরেই কলকাতা-সহ সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনায় বেশি বৃষ্টি হবে।” হাওয়া অফিস সূত্রের খবর, এ দিন বিকেল থেকেই শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আজ, রবিবার কলকাতা ও তার সংলগ্ন এলাকায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে আবহবিদেরা জানান। তাঁরা বলছেন, এই বৃষ্টির জেরেই সোমবার থেকে তাপমাত্রা কমবে। হাওয়া অফিস সূত্রের খবর, আগামিকাল, সোমবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নেমে যেতে পারে। রাজ্যের কয়েকটি এলাকায় কিছু দিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলেও আবহবিদরা পূর্বাভাস দিয়েছেন।
আবহবিজ্ঞানীরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার (ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা বায়ুপ্রবাহ, যা আফগানিস্তান, পাকিস্তান হয়ে কাশ্মীরে ঢোকে) জেরে দক্ষিণবঙ্গে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। শীতের ঘুরে দাঁড়ানোর পিছনে এ বারেও সেই পশ্চিমী ঝঞ্ঝা পরোক্ষে দায়ী বলে গোকুলবাবু জানান।
উত্তর, মধ্য ও পশ্চিম ভারতে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তুষারপাত হতে পারে কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডে। আবহবিদেরা জানান, কাশ্মীর থেকে একটি ঝঞ্ঝা সমতলে নামছে। ফলে রাজস্থান ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই বৃষ্টি হচ্ছে। |