টুকরো খবর
সমালোচনার মুখে ওয়েঙ্গার
চ্যাম্পিয়ন লিগে নামার আগে বড় ধাক্কা খেল আর্সেনাল। ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে হেরে এফ কাপ থেকে ছিটকে গেল আর্সেন ওয়েঙ্গারের দল। ম্যাচের ফল -১। এই হারের ফলে প্রবল সমালোচনার মুখে আর্সেনাল। প্রিমিয়ার লিগ খেতাব বারও প্রায় হাতছাড়া। তার উপর টিম এফ কাপ থেকেও বিদায় নেওয়ায় ক্ষুব্ধ আর্সেনাল সমর্থকরা। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আছড়ে পড়ছে ওয়েঙ্গারের বিরুদ্ধে ক্ষোভ। হিসেব দেওয়া হচ্ছে যে, গত আট বছরে একটা ট্রফিও আসেনি আর্সেনালে। আর এই আট বছরে যে ক’জন ফুটবলার ক্লাব ছেড়েছেন, অন্য ক্লাবে গিয়ে তাঁদের সম্মিলিত ট্রফির সংখ্যা ৫৩। ব্যঙ্গ করে বলা হচ্ছে, আর্সেনালের ট্রফি জেতার আগেই না ভারতীয় ফুটবল দল বিশ্বকাপ জিতে যায় ! দিনের ম্যাচে বেশির ভাগ সময় আর্সেনালের প্রাধান্য বজায় থাকলেও দ্বিতীয়ার্ধে ব্ল্যাকবার্নের কলিন কাজিম -রিচার্ডস এর গোলে হেরে যায় আর্সেনাল। জার্ভিনহো প্রথমার্ধে সহজ গোলের সুযোগ নষ্ট করেন। এফ কাপে ঘরের মাঠে প্রথম বার হারল আর্সেনাল।

রিভার সঙ্গেই জীবন কাটাতে চেয়েছিলেন অস্কার, দাবি পরিবারের
যাঁর শরীর এফোঁড় -ওফোঁড় করে দিয়েছে অস্কার পিস্টোরিয়াসের পিস্তলের বুলেট, সেই রিভা স্টিনক্যাম্পের সঙ্গেই নাকি বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে রেখেছিলেন ‘ব্লেড রানার’। অস্কার পিস্টোরিয়াসের কাকা অ্যান্টনি পিস্টোরিয়াসের অন্তত তেমনই দাবি। “ওরা পরবর্তী জীবনের ভাবনাও সেরে ফেলেছিল। অস্কার ওর ব্যক্তিগত জীবন নিয়ে খুব খুশিও ছিল। যা ওকে অনেক দিন থাকতে দেখিনি,” শনিবার এক বিবৃতিতে বলেছেন অ্যান্টনি। তিনি আরও লিখেছেন, “আমরা প্রচণ্ড আঘাত পেয়েছি পুরো ঘটনায়। প্রথমত, রিভার মৃত্যু মেনে নিতে পারছি না। কয়েক মাসে রিভাকে আমরা সবাই খুব ভালবেসে ফেলেছিলাম। দেখেছিলাম অস্কার কতটা খুশি ছিল রিভাকে নিয়ে।” তবে অ্যান্টিনির কথা কতটা সত্যি, তা নিয়ে সন্দেহ থাকছে। কারণ অস্কারের বাবা হেনকে পিস্টোরিয়াস এর আগে জানিয়েছিলেন, রিভাকে কোনও দিনই সামনাসামনি দেখেননি তিনি ! বলেছেন, “আমার ছেলের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই কথা বলা আমার পছন্দ নয়। তা ছাড়া রিভাকে কোনও দিন দেখিনি আমি।” রিভা স্টিনক্যাম্পকে খুনের মামলা এখনও চলছে পিস্টোরিয়সের বিরুদ্ধে। বুধবার পরবর্তী শুনানি। আদালতে উঠে গত কাল পিস্টোরিয়াস নিজে কেঁদে ফেলেছিলেন। দিন তাঁর কাকা অ্যান্টনিও বিবৃতিতে বলে দিয়েছেন, “আইনজীবীদের সঙ্গে কথা হল। অস্কারের বিরুদ্ধে খুনের অভিযোগ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ওই অভিযোগের মধ্যে কোনও সারবত্তা নেই।”

আগুনে-খেলা

চেন্নাই

বেঙ্গালুরু
ছবি পিটিআই
দুটো শহরে দুটো টিম। এবং অদ্ভুত সমাপতন। ভারত-অস্ট্রেলিয়া দুটো টিমকেই প্রায় পড়তে হল আগুনের মুখে। ধোনিদের প্র‌্যাক্টিসের সময় বেঙ্গালুরুর চিন্নাস্বামীর অস্থায়ী সাইটস্ক্রিনে আগুন ধরে যায়। আবার অস্ট্রেলিয়া-ভারত ‘এ’ দলের ম্যাচ হচ্ছিল চেন্নাইয়ে গুরু নানক কলেজের মাঠে। মাঠের লাগোয়া কলেজ ক্যাম্পাসে আগুন ধরে যায়। যার জেরে ম্যাচ কিছুটা সময় বন্ধও থাকে। কোথাও অবশ্য কোনও ক্ষতি হয়নি।

মেয়েদের বিশ্বযুদ্ধ আজ
ছবিতে ফাইনালিস্ট দু’দেশের অধিনায়ক।
মেয়েদের বিশ্বকাপ ফাইনালে আজ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহড়া নিতে নামছে আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করা ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে ক্যারিবিয়ান অধিনায়ক মেরিসা আগুইলেরা-র সাফ বক্তব্য, মানসিকভাবে তাঁরাই এগিয়ে। “সুপার সিক্সের ম্যাচে ওদের সঙ্গে শেষ সাক্ষাতে আমরাই জিতেছি। তাই মানসিকভাবে আমরা এগিয়ে।” তাঁর দেশের ক্রিকেট-ভক্তদের জন্য ট্রফি জিততে মরিয়া মেরিসা।

সেরেনার ইতিহাস
চোটের জন্য প্রায় এক বছর কোর্টে পা দিতে পারেননি তিনি। সেই সেরেনা উইলিয়ামসই এ দিন নতুন টেনিস ইতিহাস গড়লেন। সবচেয়ে বেশি বয়সের মহিলা হিসেবে টেনিস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের সিংহাসন পাওয়ার নজির গড়লেন মার্কিন টেনিস তারকা। যে কীর্তির পরে অঝোরে কেঁদেও ফেললেন ৩১ বছরের সেরেনা। কুড়ি বছর বয়সে প্রথম বার বিশ্বের এক নম্বর হয়েছিলেন তিনি। দোহায় কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে এ-দিন চেক প্রতিপক্ষ পেত্রা কিভিতোভা-কে হারালেন সেরেনা। সেমিফাইনালে তার প্রতিপক্ষ মারিয়া শারাপোভা।

গ্রুপ শীর্ষে অসম
পরপর দুটো ম্যাচ বোনাস সহ জিতে বিজয় হাজারের গ্রুপ পর্বে এক নম্বরে উঠে গেল অসম। এ দিন মিডিয়াম পেসার প্রীতম দাসের পাঁচ উইকেটের সৌজন্যে ওড়িশাকে আট উইকেটে উড়িয়ে দিল তারা। ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়ে ৪৬.১ ওভারে ওড়িশাকে ১৪০ রানে অলআউট করে মাত্র ৩৪.৩ ওভারেই জয়ের রান তুলে দেয় অসম। এ দিন বিজয় হাজারের অন্য পূর্বাঞ্চলীয় ম্যাচে ত্রিপুরাকে ৩৪ রানে হারাল ঝাড়খন্ড। তাদের ২৩২ তাড়া করতে গিয়ে ১৯৮ রানেই শেষ হয়ে যায় ত্রিপুরার ইনিংস।

হার আডবাণীর
আশা তৈরি করেও স্নুকারে ওয়েলস ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পঙ্কজ আডবাণী। বিশ্বের দু’নম্বর, ইংল্যান্ডের জুড ট্রাম্পের কাছে ২-৫ হেরে যান আট বারের বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ। “ওয়েলস ওপেনের প্রতিটা ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও এগোতে চাই,” বলছেন পঙ্কজ।

একে ধোনিরাই
সদাপ্রকাশিত আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরের সিংহাসন ধরে রাখল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। দুই এবং তিনে রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তবে রবিবার থেকে শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ৩-০ জিতলে ভারতকে টপকে এক নম্বরে চলে আসবে ইংল্যান্ড।

অন্য খেলায়
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক ক্রীড়া আজ রবিবার ভবানীপুর মাঠে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.