তথ্য দিল না ইতালি
কপ্টার নিয়ে সিএজি রিপোর্ট শীঘ্রই, আরও চাপে কেন্দ্র
কা রামে রক্ষা নেই, বিনোদ রাই দোসর!
ইতালীয় সংস্থা ফিনমেকানিকার কাছ থেকে কপ্টার কেনায় ঘুষের অভিযোগ নিয়ে এমনিতেই চাপে ইউপিএ সরকার। আজ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) বিনোদ রাই জানিয়েছেন, ভিআইপিদের জন্য প্রায় ৩৬০০ কোটি টাকার কপ্টার কেনার বিষয়টি খতিয়ে দেখছে সিএজি। খুব দ্রুত সেই রিপোর্ট প্রকাশিত হবে। আগে টুজি স্পেকট্রাম, কমনওয়েলথ গেমস, কয়লাখনি বণ্টনের মতো বিষয়ে তাঁর রিপোর্ট ইউপিএ সরকারকে বিপাকে ফেলেছিল।
ভারতে কপ্টার বিক্রির সময়ে ঘুষ দেওয়ার অভিযোগে ফিনমেকানিকার প্রাক্তন প্রধান জিউসেপ্পে ওরসির গ্রেফতারির পরেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। কপ্টার-চুক্তি নিয়ে গত কাল ইতালির কাছে তথ্য চেয়েছিল ভারত। কিন্তু আজ একটি ইতালীয় আদালত জানিয়েছে, এখন এই মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে। তাই ভারতের অনুরোধ মানা সম্ভব নয়। বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষার পালা চুকে গেলে ভারত ফের অনুরোধ করতে পারে। তখন সেই অনুরোধ বিবেচনা করে দেখা যাবে।
আজ ইতালিতে ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন ফিনমেকানিকা প্রধান জিউসেপ্পে ওরসি। প্রাক্তন ভারতীয় বায়ুসেনা প্রধান এস পি ত্যাগী ও তাঁর তিন আত্মীয় এই কাণ্ডে জড়িত বলে অভিযোগ। ওরসি জানিয়েছেন, তিনি ত্যাগীকে চেনেন না।
কপ্টার-চুক্তি নিয়ে সিবিআই তদন্তের আদেশ দিয়েছে কেন্দ্র। কিন্তু সিবিআই এখনও এফআইআর করতে পারেনি। সিবিআই কর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক কেবল একটি চিঠি দিয়ে তদন্ত চেয়েছে। তার সঙ্গে ভারত ও ইতালির কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট জুড়ে দেওয়া হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে এফআইআর করা সম্ভব নয়। আরও তথ্য সংগ্রহের উপর তাই জোর দিচ্ছে সিবিআই।
গত কাল কপ্টার কেনার প্রক্রিয়াটি সিবিআই কর্তাদের কাছে ব্যাখ্যা করেন প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার অফিসাররা। তাতেও ঘুষ সম্পর্কে প্রশ্নের জবাব মেলেনি। ফলে, তথ্য সংগ্রহের জন্য ইতালি পাঠানো হবে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব অরুণকুমার বালকে। আগামী কালই রোম রওনা হবেন তিনি। অরুণকুমারের সঙ্গে যাচ্ছেন সিবিআইয়ের এক ডিআইজি পদমর্যাদার অফিসার ও এক কৌঁসুলিও। ইতালীয় পুলিশের তদন্তকারী দলটির কাছ থেকে যতদূর সম্ভব তথ্য সংগ্রহ করবেন তাঁরা।
ফিনমেকানিকার অধীনস্থ সংস্থা অগুস্তা-ওয়েস্টল্যান্ডের সঙ্গে কপ্টার কেনার চুক্তি করেছিল ভারত। ফিনমেকানিকা ইতালীয় সংস্থা হলেও অগুস্তা ব্রিটেনে নথিভুক্ত। তাদের সম্পর্কে তথ্য পেতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তিনি নিজেই কথা বলবেন বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ।
খুরশিদের দাবি, ইউপিএ সরকার যাবতীয় নিয়ম মেনেই কপ্টার কিনেছিল। সে সময়ে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। তৎকালীন এসপিজি প্রধান বি ভি ওয়াংচু ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণনও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ওয়াংচু ও নারায়ণন এখন রাজ্যপাল পদে আসীন। বিদেশমন্ত্রীর কথায়, “সকলকে এর মধ্যে জড়ানো ঠিক নয়। এর চেয়ে কঠোর ভাবে নিয়ম মেনে চলা সম্ভব ছিল বলে আমি মনে করি না।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.