গাডের্নরিচ-কাণ্ডের জেরে ফিরহাদের ক্ষমতা খর্ব |
গার্ডেনরিচ-কাণ্ডে শেষ পর্যন্ত রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ক্ষমতা ছাঁটা হল। আপাতত দল ও সরকারের মুখপাত্রের ভূমিকা থেকে তাঁকে সরানো হচ্ছে বলে তৃণমূল সূত্রের খবর। জানা গিয়েছে, গত কাল রাজ্যপালের সঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দেখা করতে গেলে, রাজ্যপাল পার্থবাবুর কাছে গার্ডেনরিচ-কাণ্ডে ফিরহাদ হাকিমের ভূমিকায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন। সে কথা মুখ্যমন্ত্রী জানতে পেরে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। তার পরই মুখ্যমন্ত্রীর আজকের এই সিদ্ধান্ত। পাশাপাশি রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফিরহাদের প্রচার করতে যাওয়ার বিষয়েও নিষেধ করেছেন তিনি। ফিরহাদের জায়গায় দল ও সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলাবেন পার্থবাবু। তবে চাপে পড়ে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় বিরোধীরা। তাদের প্রশ্ন কেন ফিরহাদ হাকিমকে এখনও মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হচ্ছে না!
|
বি সি রায় শিশু হাসপাতালে উত্তেজনা |
খাবারের মান নিয়ে বিসি রায় শিশু হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয়রা। তাঁদের অভিযোগ, অতি নিম্ন মানের ও ১০ দিনের পচা খাবার দেওয়া হয়েছে শিশুদের। শুধু তাই নয়, দীর্ঘ দিন ধরে এই ধরনের খাবার সরবরাহের কথা কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোনও লাভ হয়নি। আজ সকালে ওই একই মানের খাবার দেওয়ায় রোগীর আত্মীয়রা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সুপারকে ঘেরাও করেন। তবে গোটা বিষয়টি নিয়ে সুপার দিলীপ পাল জানিয়েছেন, এই ধরনের কোনও লিখিত অভিযোগ তিনি পাননি। এই ধরনের কোনও অভিযোগ এলে তিনি ব্যবস্থা নেবেন।
|