দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে তেজগঞ্জ ক্রীড়া চক্র ৩ উইকেটে হারিয়েছে ইছলাবাদ এসিকে। প্রথমে ইছলাবাদ ৩৫ ওভারে ৮ উইকেটে ২০২ রান করে। দলের রবিকুমার ঠাকুর ৫১ ও কৌশিক খান ২৬ রান করেন। তেজগঞ্জের শান্তনু দাল ২৭ রানে ৩, সুকান্ত দাস ৩৮ রানে ৩ ও সৌমেন দে ৪৯ রানে ২ উইকেট দখল করেন। তেজগঞ্জ ৩৪.৩ ওভারে করে ২০৪-৭। সুশান্ত সাহা করেন ৬১। ইছলাবাদের মানস সিংহরায় ২৬ রানে ২, রবিকুমার ২৮ রানে ২ উইকেট দখল করেছেন।
দ্বিতীয় ডিভিশনের অপর ম্যাচে কল্পতরু ক্লাব ১০ রানে হারায় বাম অ্যাপালো ক্লাবকে। কল্পতরু করে ৩৫ ওভারে ১৯৫-৭। দলের অরিজিত্ দাস ৩১ রান করেন। বোলিংয়ে সফল বামের অরিন্দম বিশ্বাস (৩৭-২)। বাম অ্যাপালো ৩৫ ওভারে করে ১৮৫-৯। জিয়ায়ূল হক ৩৫ ও ছটু মল্লিক ২৯ করেন। কল্পতরুর সুব্রত চক্রবর্তী ২৪ রানে ৪ ও শশিধর তেওয়ারি ১৮ রানে ২ উইকেট দখল করেন।
|
ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম খেলায় ৫ নম্বর ওয়ার্ড ২৩ রানে ১৬ নম্বর ওয়ার্ডকে হারিয়ে দেয়। বৃহস্পতিবার কাটোয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৫ নম্বর ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে (পার্থ দে ৮০)। জবাবে ১৬ নম্বর ৮ উইকেটে ১৬১ রান করে। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ৬ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ড। ৬ নম্বর প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে। সেখানে ১০ নম্বর ৯ উইকেটে ১০২ রান তোলে। এই খেলায় ১০ নম্বরের তপু মণ্ডল হ্যাট্রিক করেছে।
|
মিঠানি ইউনাইটেড ক্লাব আয়োজিত সুবীর মুখোপাধ্যায় স্মৃতি ক্রিকেটে বিজয়ী হল বাপন একাদশ। মিঠানি মাঠে তারা নিয়ামতপুর সিসিকে ৪৩ রানে হারায়। প্রথমে ব্যাট করে বাপন একাদশ সব ক’টি উইকেট হারিয়ে ১৪৮ রান করে। জবাবে নিয়ামতপুর সিসি ১০৫ রানে শেষ হয়ে যায়। ফাইনালের সেরা বিজয়ী দলের মুন্না লালা। প্রতিযোগিতার সেরা সেমিফাইনালে পরাজিত বুম্বা একাদশের টিটু লালা। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ৩২টি দল যোগ দিয়েছে।
|
ধ্রুবতারা সাহিত্য ও সংস্কৃতি পত্রিকার উদ্যোগে বর্ধমান সিএমএস ও টাউনস্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যোগ দিল প্রায় ৮০০ খুদে। সম্পাদক মোসারফ আজম জানান, দু’দিনের এই প্রতিযোগিতায় দেড়শো জনকে পুরস্কৃত করা হবে রবিবার বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে। তিনি বলেন, “শহরের প্রতিষ্ঠিত শিল্পীরা এতে যোগ দেবেন।”
|
বর্ধমান সদর দ্বিতীয় ডিভিশন ভলিবল লিগে বাবুরবাগ ক্রীড়া চক্র ২-১ সেটে হারাল নভোদয় সঙ্ঘকে। রাইপুর নবীন সঙ্ঘ ২-০ সেটে মেমারির মণ্ডলজোনা মিলন সঙ্ঘকে ও একই ব্যবধানে সিএমএস রিক্রিয়েশন ক্লাবকে হারায়। রাইপুর ২-০ সেটে হারায় রতন স্মৃতি সঙ্ঘকে। |