চিকিত্সা বিমায় টাকা অমিল, অভিযোগ মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চিকিত্সাবিমা থাকা সত্ত্বেও রোগীকে চিকিত্সার খরচ না দেওয়ার অভিযোগ তুললেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। বুধবার ক্রেতা সুরক্ষা দফতরের এক সভায় বেশ কয়েকটি বিমা সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সামনে বিষয়টি জানান মন্ত্রী। সাধনবাবুর হুঁশিয়ারি, রোগী বা তাঁর পরিবারকে বিমার টাকা দেওয়ার ব্যাপারে অযথা হয়রান করলে ওই বিমা সংস্থা বা সংশ্লিষ্ট টিপিএ-র (থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর) বিরুদ্ধে প্রচার চালাবে ক্রেতা সুরক্ষা দফতর। ওই সব সংস্থার কাছে বিমা না করতে মানুষকে পরামর্শ দেবেন তারা। ক্রেতা সুরক্ষা দফতর সূত্রের খবর, গত কয়েক মাসে জমা পড়া অভিযোগে দেখা গিয়েছে, বিমা থাকা সত্ত্বেও চিকিত্সা-খরচ পাননি অনেকে। দীর্ঘদিন তাঁদের ঘোরানো হচ্ছে। চিকিত্সায় যা খরচ হয়েছে, তার অনেক কম টাকা দেওয়া হয়েছে। মন্ত্রী সাধনবাবু জানান, কিছু সংখ্যক টিপিএ-র অসহযোগিতায় এই ঘটনা বাড়ছে। এর পিছনে টিপিএ-র সঙ্গে এক শ্রেণির বিমাকর্মী ও হাসপাতাল কর্মীর অশুভ আঁতাত আছে বলে মনে করেন সাধনবাবু। তিনি বলেন, “ভবিষ্যতে এ জিনিস চলতে থাকলে বিমা সংস্থাকে বলা হবে সংশ্লিষ্ট টিপিএ-কে বাতিল করতে। কাজ না হলে ওই সংস্থাকেই বয়কট করার প্রচার চালানো হবে।”
|
চণ্ডীপুরে উপস্বাস্থ্যকেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চণ্ডীপুরের ব্রজলালচক গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। প্রায় সাড়ে ১২ লক্ষ টাকা ব্যয়ে এই উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়েছে। ছিলেন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ।
|
অবস্থান বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
স্বাস্থ্যকেন্দ্রে শয্যা পরিষেবা চালুর দাবিতে অবস্থান বিক্ষোভ করল হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের গোয়ালপোখর ব্লক কমিটি। বৃহস্পতিবার গোঁয়াগাও করবুল্লা মাঠের ঘটনা।
|
আবিরলাল মুখোপাধ্যায় প্রয়াত |
বিশিষ্ট ইএনটি চিকিৎসক আবিরলাল মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত স্বল্প রোগভোগের পরে বৃহস্পতিবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান আবিরবাবু। মেডিক্যাল কলেজ এবং এসএসকেএম হাসপাতালের ইএনটি বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। সর্বভারতীয় ইএনটি অ্যাসোসিয়েশনের সভাপতিও হন। কলকাতার শেরিফ মনোনীত হন ১৯৯৫ সালে। সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। শব্দদূষণ প্রতিরোধ আন্দোলনেরও পুরোধা ছিলেন তিনি। |