সহায়ক মূল্যে সরকারি শিবিরে ধান বিক্রি করতে এসে ভোগান্তির শিকার হলেন চাষিরা। বুধবার সকালে শিবিরে ধান বিক্রি করতে এসে রাতভর অপেক্ষা করতে হল শতাধিক চাষিকে। বৃহস্পতিবার সকালে ধান বিক্রি শুরু হলেও আগে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। ঘটনাটি পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের। পাড়ার বিডিও তমোঘ্ন কর ও ব্লক খাদ্য আধিকারিক তপন রক্ষিত জানান, মঙ্গলবার পাড়া পঞ্চায়েত এলাকায় ধান কেনার শিবির করা হয়েছিল। সেখানে ১০০ জন চাষির কাছ থেকে ধান কেনার কথা ছিল। বাড়তি ৪০ জন চাষি এসে পড়ায় শিবির শেষ করে নির্ধারিত সময়ে আনাড়ায় শিবির শুরু করতে সমস্যা হয়।”
|
সুস্থ রুচি ও শুদ্ধাচার মেনে দুর্গোত্সব আয়োজন করা শহরের বারোটি পুজো কমিটিকে পুরস্কৃত করল পুরুলিয়া পুরসভা। বৃহস্পতিবার পুরসভা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুজো উদ্যোক্তাদের হাতে ট্রফি ও মানপত্র তুলে দেওয়া হয়। এ ছাড়াও, জাতীয় পরিবার সহায়তা প্রকল্প থেকে পুর এলাকার দারিদ্র সীমার নীচে থাকা ৯১টি পরিবারকে এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। যে সমস্ত পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যু হয়েছে, তাঁদেরই এই সাহায্য দেওয়া হয়েছে।
|
বিশুদ্ধ সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার সরস্বতী পুজো হল পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ জানিয়েছেন, বেলুড় মঠে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনেই এই পুজো হয়ে থাকে। সেই মতো এখানেও এ দিন পুজো হয়েছে। বিদ্যাপীঠের মূল মন্দিরে এ দিন অন্যান্য বছরের মতোই পুজোর আয়োজন ছিল। সকালে পুজো, অঞ্জলি, হোম, প্রসাদ বিতরণ এবং ভজন-সহ নানা অনুষ্ঠান হয়েছে। রীতি মেনে এখানে পুরোহিতের ভূমিকা পালন করে ছাত্ররাই।
|
পুলিশ হেফাজত হল ছাত্রীকে ধারাল অস্ত্র জখম করার অভিযোগে ধৃত পুরুলিয়া শহরের তেলকল পাড়া এলাকার বাসিন্দা বাবন বাউরির। ঘটনার পর থেকে সে পলাতক থাকলেও বুধবার সন্ধ্যায় পুরুলিয়া সদর থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে তিন দিন পুলিশ হেফাজত।
|
চোলাই মজুত ও বিক্রির অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সৃষ্টি বাউরির বাড়ি ইঁদপুর থানার ব্রাহ্মণডিহা গ্রামে। বুধবার রাতে ওই গ্রামে হানা দিয়েছিল পুলিশ। বাড়ি থেকে চোলাই-সহ তাঁকে ধরা হয়। |