গলার নলি কেটে খুন করা হয়েছে মা ও মেয়েকে। অনুরাধা দাস (৫৫) ও তাঁর কন্যা গীতপ্রিয়ার (৩২) দেহ মিলল বৃহস্পতিবার সকালে ফরাক্কা ব্যারেজ উপনগরীর সরকারি আবাসন থেকে। জমিজমা নিয়ে বিবাদে ওই খুন বলে পুলিশের অনুমান। বুধবার সন্ধ্যায় বোনপো রণি দাস তার দুই বন্ধুকে নিয়ে মাসি অনুরাধাদেবীর বাড়িতে যায়। মা ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে তারাই খুন করেছে বলে মনে করছে পুলিশ। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “সম্পত্তি নিয়ে বিবাদে ওই খুন বলে মনে হচ্ছে। মৃতদেহে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।” ফরাক্কা ব্যারাজের নিরাপত্তা কর্মী স্বামী প্রলয় দাসের মৃত্যুর পর অনুরাধাদেবী বড় মেয়ে গীতপ্রিয়াকে নিয়ে আবাসনেই থাকতেন। পুলিশ জানায়, বোলপুরের জমিতে বাড়ি তৈরি করছিলেন অনুরাধীদেবী। সেটি নিয়ে দীর্ঘদিন ধরে এক বোনের সঙ্গে তাঁর বিবাদ চলছিল। বোলপুরের বাড়ি বিক্রির কথাও ভেবেছিলেন তিনি। বোনের দুই ছেলে তাঁদের হুমকি দিত বলে অভিযোগ।
|
দিন দশেক পরে মাধ্যমিক। তার কিছুদিন পরেই শুরু উচ্চমাধ্যমিক। এর মধ্যে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বাঁধ সাধছে ঘন ঘন লোডশেডিং। কান্দির খড়গ্রাম ব্লকের পড়ুয়াদের অভিযোগ, নিয়ম করে দিনে প্রায় ১০-১২ ঘণ্টা বিদ্যুত্ থাকছে না। প্রতিবাদে বৃহস্পতিবার ব্লক বিদ্যুত্ দফতরের সামনে বিক্ষোভ দেখান এসএফআই সমর্থকেরা।
|
খুনের অপরাধে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক শম্ভূনাথ চট্টোপাধ্যায়। কালীগঞ্জের আনন্দবেড়িয়ার শুকচাঁদ শেখ এবং তার দুই ছেলে ওয়াসের আলি শেখ ও আসরাফ শেখকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার তিনি ওই সাজা ঘোষণা করেন।
|
দুর্ঘটনায় মারা গেল দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। নাম অয়ন দাস (৭)। বাড়ি হাঁসখালি থানার কাটাখালি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। কৃষ্ণনগর-বগুলা রাজ্য সড়ক পার হওয়ার সময়ে কৃষ্ণনগরগামী একটি গাড়ি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অয়নের।
|
প্রতিবেশী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল হাঁসখালি বড়চুপরি গ্রামের এক যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে ওই তরুণীকে জোর করে একটি সুপারি বাগানে নিয়ে গিয়ে ওই যুবক অত্যাচার চালায় বলে অভিযোগ। |