সম্প্রতি ডোমজুড়ের পাকুড়িয়া ঘোষপাড়া প্রতিরোধ বাহিনী ও পাকুড়িয়া সিদ্বেশ্বরী মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল মাঘ উত্সব। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধূলাগড়ি সারদামঠের মহারাজ শিবচৈতন্য, ডোমজুড় থানার আইসি।
|
খড়িয়পে আশ্রমে সরস্বতী পুজো |
বিশুদ্ধসিদ্ধান্ত মতে বৃহস্পতিবার সরস্বতী পুজো হল হাওড়ার আমতার খড়িয়প শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে। পুজো উপলক্ষে এ দিন শ্রীশ্রীমা সারদারও পুজো হয়।। এ দিন দুঃস্থ মহিলাদের শাড়ি ও কম্বল দেওয়া হয়।
|
কবিতা উত্সব হয়ে গেল আরামবাগে। আয়োজক হুগলি জেলা কবিতা অ্যাকাডেমি। উপস্থিত ছিলেন কলকাতা ও জেলার কবিরা। অন্যদিকে, বৃহস্পতিবার আরামবাগের বাদলকোণা গ্রামে শুরু হয়েছে গণেশ উত্সব। চলবে পাঁচদিন।
|
ফুটবলে জয়ী বালিয়া স্পোর্টস |
সম্প্রতি একদিনের সিএমবিএস কাপ ফুটবলের ফাইনালে বালিয়া স্পোর্টস অ্যাকাডেমি ১-০ গোলে জালালসী সারস্বত মণিমেলাকে পরাজিত করে। মাঠে ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, পাঁচলার প্রাক্তন বিধায়ক সন্তোষ দাস। |