টুকরো খবর
প্রাণভিক্ষার আর্জি বাদ রাষ্ট্রপতির ওয়েবসাইট থেকে
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে আরও ন’জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর প্রাণভিক্ষার আবেদন পুনর্বিবেচনার জন্য পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। এদের মধ্যে রয়েছে হরিয়ানার ধর্মপালের প্রাণভিক্ষার আবেদনও। ধর্ষণের আসামী ধর্মপাল জামিনে ছাড়া পেয়ে জেল থেকে বেরিয়ে খুন করে ওই ধর্ষিতার পরিবারের পাঁচ জনকে। দীর্ঘ দিন মামলা চলার পর তাঁকে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্ট। রয়েছে হরিয়ানার প্রাক্তন বিধায়কের মেয়ে সনিয়া। স্বামী সঞ্জীবের সাহায্য নিয়ে সে হত্যা করে তাঁর বাবা-মা-সহ পরিবারের মোট আট জনকে। এ ছাড়াও আছে ধর্ষণ এবং খুনের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুন্দর সিংহ।

অসমের ৪ জনের দেহ মিলল অরুণাচলে
দিন কয়েক নিখোঁজ থাকার পর, অসমের একটি পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার হল অরুণাচলের মেবো থেকে। ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, সিয়াং জেলার নামসিং এলাকায় থাকতেন সুলতান আলি (৪৮), তাঁর স্ত্রী মোমিনা বেগম (৩৭), পুত্র মইনুল আলি ও কন্যা আফসানা বেগম। বুধবার তাঁদের মৃতদেহ উদ্ধার হওয়ার খবর অসমে এসে পৌঁছনোর পরে সীমানাবর্তী শদিয়ায় পথ অবরোধ শুরু হয়। এসডিও কিশোর ঠাকুরিয়া দোষীদের শাস্তির আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে। অরুণাচল পুলিশ জানিয়েছে, নিহতদের ঘাড়েই কেবল আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

তরুণীর হাতে ব্লেড মারল যুবক
প্রেমের প্রস্তাব খারিজ করায় এক যুবকের হাতে আক্রান্ত হলেন কলেজ ছাত্রী। তাঁর হাতে ব্লেড মারা হয়েছে বলে অভিযোগ। ভ্যালেন্টাইনস্ ডে-র দুপুরে ঘটনা ঘটে পূর্ব সিংভূম জেলার যদুগোড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই ছাত্রী তাঁর এক বন্ধুর সঙ্গে সরস্বতী পুজোর বাজার করতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ছাত্রীর পথ আটকে প্রকাশ্যেই সে প্রেম নিবেদন করে। কিন্তু ছাত্রীটি প্রস্তাব খারিজ করে দেওয়াই ক্ষুব্ধ যুবক ওই ছাত্রীর হাতে ব্লেড দিয়ে মারে। তাঁর হাতে চারটি সেলাই হয়েছে।

ফাঁসি না দেওয়ার আর্তি বীরাপ্পনের স্ত্রীর
পুলিশের হাতে স্বামীর প্রাণ তো গিয়েছেই, তার সঙ্গীদের যেন ফাঁসি দেওয়া না হয়, আর্তি বীরাপ্পনের স্ত্রী মুত্থুলক্ষ্মীর। বুধবারই জানা যায়, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বীরাপ্পনের দাদা জ্ঞানপ্রকাশ ও অন্য তিন সঙ্গী সাইমন, মাদাইয়া, বিলভদ্রের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। ১৯৯৩ সালে কর্নাটকের পালারে ল্যান্ডমাইন বিস্ফোরণে ২২ জন পুলিশকর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ২০০৪ সালে সুপ্রিম কোর্ট ওই চার জনকে মৃত্যুদণ্ড দেয়। নিয়মমাফিক বেলগাঁও পুলিশ বীরাপ্পনের চার সঙ্গীর পরিবারকে প্রাণভিক্ষার আর্জি নাকচ করে দেওয়ার খবর দিয়েছে।

সনিয়া-কুরিয়েন সাক্ষাৎ, তবে সঙ্কট আছে
সূর্যনেল্লি গণধর্ষণ কাণ্ডে নতুন করে নাম জড়িয়েছে তাঁর। আত্মপক্ষ সমর্থনের চেষ্টায় কেরল কংগ্রেসের নেতা তথা রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন পি জে কুরিয়েন বৃহস্পতিবার সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করেন। কিন্তু কংগ্রেসের নেতারাই বলছেন, বিপদ কাটেনি তাঁর। ’৯৬ সালে কেরলের সূর্যনেল্লিতে একটি ১৬ বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় কুরিয়েনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট দু’বার কুরিয়েনকে ছাড়পত্র দিলেও আবার নতুন অভিযোগ উঠেছে। রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সনের পদ থেকে কুরিয়েনের ইস্তফার দাবিও উঠেছে। সঙ্কট দেখে কুরিয়েন সনিয়ার সঙ্গে দেখা করতে চান। দলের এক নেতা জানান, আগে শশী তারুর বা বীরভদ্র সিংহের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও সনিয়া দেখা করতে চাননি। কিন্তু পরে যখন দেখা করেওছেন, তার পর তাঁদের ইস্তফাই দিতে হয়েছে। কুরিয়েনের ক্ষেত্রেও তা-ই ঘটতে পারে।

নিয়ে আদালতের তোপ
সাধারণ মানুষের টাকায় ভিভিআইপিদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য আজ ফের কেন্দ্র এবং রাজ্য সরকারকে দুষল সুপ্রিম কোর্ট। রাজনৈতিক নেতানেত্রী এবং তারকাদের সুরক্ষা ব্যবস্থায় কী পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে, দিন কয়েক আগেই তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। আজ তারা বলেছে, কোনও সরকারি আধিকারিক ও তাঁর পরিবার কিংবা কোনও ব্যক্তিকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে, তা-ও বিশদ জানাতে হবে আদালতকে। বিশেষ করে এমন ব্যক্তি, যার বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগ রয়েছে। কটাক্ষ করে কোর্ট বলে, সব আধিকারিককেই নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই। কোন নিয়মে নেতানেত্রীদের যাতায়াতের সময় পথ বন্ধ করে রাখা হয়, তা-ও জানতে চেয়েছে আদালত। ১৪ মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে আদালতকে।

খাদ্য সুরক্ষা বিল
পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যের আপত্তি থাকলেও খাদ্য সুরক্ষা বিল আসন্ন বাজেট অধিবেশনেই সংসদে আনতে কেন্দ্র বদ্ধপরিকর বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী কে ভি টমাস। বর্তমানে বিলটি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে রয়েছে। গত কালই অবশ্য খাদ্যমন্ত্রীদের বৈঠকে ওই আইন প্রণয়নের বিরুদ্ধে সরব হয়েছিল পশ্চিমবঙ্গ, পঞ্জাব, বিহারের মতো রাজ্যগুলি। তাদের বক্তব্য, ওই আইন চালু করতে গেলে যে অতিরিক্ত অর্থ প্রয়োজন, তা রাজ্যগুলির কোষাগারে নেই। এক মাত্র কেন্দ্র বাড়তি অর্থ দিলে তবেই রাজ্যগুলি ওই আইন প্রণয়ন করতে সক্ষম হবে।

শান্ত নামনি অসম
গত ২৪ ঘণ্টায় সংবাদপত্রের তিনটি গাড়ি পোড়ানো ছাড়া তেমন কোনও হিংসার ঘটনা ঘটেনি নামনি অসমে। প্রায় ৫০০ সেনা জওয়ান উত্তেজনাপ্রবণ এলাকায় টহল দিচ্ছেন। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনীও। বন্ধ ও কার্ফুর জেরে জীবনযাত্রা অবশ্য থমকে রয়েছে। আজ সকালে বাক্সার তামুলপুরে বন্ধ সমর্থকরা একটি গাড়ি ও একটি ডাম্পার পোড়ায়। কোকরাঝাড়ের মাগুরমারিতে সংবাদপত্রবাহী একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তবে কোনও ঘটনায় কেউ হতাহত হননি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.