|
|
|
|
টুকরো খবর |
বরাহনগরে আত্মঘাতী তরুণী
নিজস্ব সংবাদদাতা |
প্রতিবেশীদের চিত্কারে বেরিয়ে এসেছিলেন ষাটোধ্বর্র্ এক ব্যক্তি। দেখেন রাস্তায় পড়ে তাঁরই মেয়ে রক্তাক্ত অবস্থায়। প্রতিবেশীরা জানান, মেয়েটি ছাদ থেকে ঝাঁপ দেয়। হাসপাতাল সূত্রে জানানো হয় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বরাহনগরে। মৃতার নাম মিতা দাস (৩৩)। বরাহনগরের ১ নম্বর রাইমোহন ব্যানার্জি রোডে একটি চারতলা বাড়ির একতলায় বড় মেয়ে মিতা, আরও এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকেন অবনী দাস। মিতা প্রতিদিনের মতো এ দিনও বিকেল তিনটে নাগাদ মন্তেশরি প্রশিক্ষন নিতে বেরোন। সাড়ে ৪টা নাগাদ ফেরার কথা থাকলেও ফেরেননি। এর কিছু পরেই ওই ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, বাড়ি ফিরে মিতা সোজা চারতলার ছাদে চলে যান। ৫টা নাগাদ সেখান থেকেই ‘ঝাঁপ’ দেন। ঘটনাস্থলে যান বরাহনগর পুরসভার চেয়ারপার্সন তৃণমূলের অপর্ণা মৌলিক ও স্থানীয় তৃণমূল নেতা অঞ্জন পাল। যায় পুলিশও। পরে পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়। পুলিশ জানায়, মানসিক অবসাদে ভুগছিলেন মিতা।
|
বরাহনগরের ঘটনায় দুষ্কৃতী ধৃত |
পাড়ার দু’টি মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক যুবককে গুলি করে দুষ্কৃতীরা। বরাহনগরের আরআইসি বাজারের ওই ঘটনায় মূল অভিযুক্তকে বৃহস্পতিবার গ্রেফতার করে বরাহনগর থানার পুলিশ। ধৃত নিখিল শীল স্তানীয় ভরতপল্লির বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, গত ৯ ফেব্রুয়ারি ঘটনার পরে থানায় দুষ্কৃতীদের ছবি দেখে নিখিলকে চিহ্নিত করে মেয়ে দু’টি ও গুলিবিদ্ধ যুবকের বন্ধুরা। নিখিলের নামে চুরি, ছিনতাই-সহ একাধিক অসামাজিক কাজের অভিযোগ আছে। এ দিন সিসিআর ব্রিজের কাছ থেকে গাঁজা-সহ সে গ্রেফতার করা হয়। |
|
|
|
|
|