টুকরো খবর
বেঙ্গালুরু থেকে রাজ্যে লগ্নির ডাক পার্থর
বেঙ্গালুরুর মাটি থেকে রাজ্যে তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন শিল্পে দেশি-বিদেশি সংস্থাকে লগ্নির আহ্বান জানালেন তথ্যপ্রযুক্তি ও শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সেখানে শুরু হয়েছে ‘ইন্ডিয়ান সেমিকনডাক্টর্স অ্যাসোসিয়েশন ভিশন সামিট ২০১৩’। মূলত হার্ডওয়্যারে লগ্নি টানতে ও রাজ্যের তথ্যপ্রযুক্তি নীতি তুলে ধরতে দফতরের কর্তাদের নিয়ে সেখানে গিয়েছিলেন পার্থবাবু। বৈঠক করেছেন বেশ কিছু দেশি-বিদেশি সংস্থার সঙ্গে। এ দিন রাতে কলকাতায় ফিরে পার্থবাবুর দাবি, আইবিএম কর্তা গ্যারি প্যাটন ও কে মুরলীর সঙ্গে বৈঠকে তিনি গবেষণা কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছেন। রাজারহাটে ও বারুইপুরে এ ধরনের কেন্দ্র গড়তে উদ্যোগী হয়েছে রাজ্য। অনেক ছোট ও মাঝারি সংস্থাও শিলিগুড়ি ও দুর্গাপুরে রাজ্যের প্রস্তাবিত ‘আইটি-হাব’-এ জায়গা পেতে চায়। আচারিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেক্টর ফাইভে কর্মকাণ্ড সম্প্রসারণ করতে ইচ্ছুক। প্রথম দিনের সাড়ায় খুশি মন্ত্রী। তিনি জানান, প্রাক্তন ইনফোসিস কর্তা মোহন দাস পাই-ও রাজ্যের সম্ভাবনা ও মেধা সম্পদের কথা উল্লেখ করেছেন।

মূল্যবৃদ্ধি তিন বছরে সর্বনিম্ন
শিল্প নিয়ে দুশ্চিন্তার মধ্যেই কেন্দ্রকে কিছুটা স্বস্তি দিল তিন বছরে সব থেকে নীচে নেমে যাওয়া সার্বিক মূল্যবৃদ্ধির হার। এর ফলে রিজার্ভ ব্যাঙ্কের সুদ কমানোর পথ আরও প্রশস্ত হল বলে মনে করছেন অনেকে। বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে প্রকাশ, মূল্যবৃদ্ধির এই হার জানুয়ারিতে কমে হয়েছে ৬.৬২%। এই নিয়ে তা টানা চার মাস কমলো। ডিসেম্বরেও এই হার ছিল ৭.১৮%। মূলত শিল্পে উৎপাদিত পণ্য, জ্বালানি ইত্যাদির দাম কমার কারণেই তা হ্রাস পেয়েছে। সার্বিক মূল্যবৃদ্ধি কমলেও খাদ্যপণ্যের বাজার এখনও চড়া। মূলত পেঁয়াজ ও আলুর হাত ধরে তার মূল্য সূচক উঠেছে ১১.৮৮%। বেড়েছে চাল, গম, ডাল, সব্জি ইত্যাদিও। মূল্যবৃদ্ধি যে এখনও প্রত্যাশার তুলনায় অনেকটাই বেশি, সে কথা জানিয়েওছেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়া।

বিমান সংস্থার সংযুক্তি
আমেরিকান এয়ারলাইন্সে মিশে যাচ্ছে ইউএস এয়ারওয়েজ। সংযুক্তি মূল্য ১,১০০ কোটি ডলার। এর ফলে সংযুক্ত আমেরিকান এয়ারলাইন্স পরিণত হবে বিশ্বের বৃহত্তম বিমান সংস্থায়।

সুদ কমলো দুই ব্যাঙ্কে
ঋণে সুদ কমলো এলাহাবাদ ও ইউকো ব্যাঙ্কে। দু’টিরই বেস রেট কমে হচ্ছে ১০.২০%। দু’টির বিপিএলআর কমে যথাক্রমে ১৪.৪৫% ও ১৪.৫০% হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.