টুকরো খবর
রোগীর মৃত্যুতে বিক্ষোভ মেদিনীপুরে
চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে গোলমাল বাধল মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে। বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের লোকজন। গোলমাল সামলাতে আসে পুলিশ। তবে পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়নি। মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত বলেন, “পুলিশ ওই হাসপাতালে গিয়েছিল। তবে অনভিপ্রেত কিছু ঘটেনি।” মেদিনীপুর কোতয়ালি থানার আইসি সুশান্ত রাজবংশীর বক্তব্য, “লিখিত অভিযোগ হয়নি। তবে গোলমালের খবর পেয়ে পুলিশ গিয়েছিল।” পেটে ব্যথা নিয়ে মঙ্গলবার রাতে রবীন্দ্রনগরের ওই হাসপাতালে ভর্তি হন সঞ্জয় সিংহ (৩৫)। বাড়ি শহরের বাউরিপাড়ায়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের পরিজন এবং পরিচিতদের অভিযোগ, চিকিৎসার অবহেলাতেই এই মৃত্যু। অন্যদিকে, হাসপাতালের অন্যতম কর্মকর্তা মনোজ পতি বলেন, “একটা সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে। আমাদের কাছে কেউ কোনও অভিযোগ জানাননি।”

মেডিক্যালে চালু এমআরআই
এমআরআই যন্ত্র বসল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বুধবার থেকেই এই যন্ত্র চালু হয়। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। এ দিন হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যের একটি ওষুধ দোকানেরও উদ্বোধন করেন তিনি। মলয়বাবু বলেন, “গরিব মানুষেরা যাতে হাসপাতালে এসে অর্ধেক দামে ওষুধ পান তাই এই উদ্যোগ।” তিনি আরও জানান, উন্নত প্রযুক্তির এমআরআই যন্ত্রে পরীক্ষার জন্য ২৫৪০ টাকা লাগবে। দেহে কী ধরনের টিউমার হয়েছে, তা বলে দেওয়া যাবে। প্রতিদিন অন্তত ৫০ জনের এমআরআই করা যাবে। হাসপাতাল সুপার অসিতবরণ সামন্ত বলেন, “ এই হাসপাতালে শুধু বর্ধমানের মানুষই নন, অন্য জেলা থেকেও রোগীরা আসেন। এই উন্নত প্রযুক্তির যন্ত্রে বা ন্যায্য মূল্যের ওষুধ দোকানে উপকৃত হবেন তাঁরাও।”

মুখের চিকিৎসায়
দাঁত ও চোয়ালের গঠনের ত্রুটিতে মুখের আদল বদলে যায়। তৈরি হয় হীনম্মন্যতা। ‘ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল’ অস্ত্রোপচারের উন্নতি এমন সমস্যা অনেকটাই সারায়। বুধবার, ১৩ ফেব্রুয়ারি ‘ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন্স ডে’ ঘোষণা করে তা পালন করে ‘অ্যাসোসিয়েশন অফ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন্স অফ ইন্ডিয়া’। সংগঠনের তরফে চিকিৎসক সৃজন মুখোপাধ্যায় জানান, শুধু সৌন্দর্য বাড়ানো নয়, মুখের নানা ক্ষত, টিউমার, মুখের ক্যানসার, কাটা ঠোঁটের চিকিৎসাও তাঁরাই করেন।

রান্নাঘরে বিপদ
রান্নাঘরের অপরিচ্ছন্নতাই অনেক সময়ে হয়ে ওঠে রোগের উৎস। কলকাতা-সহ সাতটি শহরের মোট ১৪০০ পরিবারের রান্নাঘরের হাল খতিয়ে দেখতে এক সমীক্ষার আয়োজন করে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাকাডেমি’। বুধবার সেই রিপোর্ট প্রকাশ করে চিকিৎসক সুদীপ রায় বলেন, “ছবিটা বেশ হতাশার। ৯৫ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে বাইরে থেকে দেখে পরিষ্কার মানেই গৃহকর্ত্রী ধরে নেন রান্নাঘর সুরক্ষিত। মাত্র ১৩ শতাংশ মহিলা রান্নাঘরকে জীবাণুমুক্ত রাখার গুরুত্ব উপলব্ধি করেন। সমস্যার শুরু সেখান থেকেই।”

সচেতনতা শিবির
থ্যালাসেমিয়া সচেতনতায় এক শিবির হল কেশিয়াড়ি ব্লকের সুন্দরাড় হাইস্কুলে। বুধবার স্কুল ক্যাম্পাসেই এই শিবিরে ছিলেন অমল পন্ডা, জয়ন্ত মারিক, সুশান্ত মণ্ডল। গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের ১২৫তম জন্মবর্ষও পালন করা হয়। ছিল ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন। পড়ুয়াদের থ্যালাসেমিয়া নিয়ে সচেতন করতেই এই কর্মসূচি বলে প্রধান শিক্ষক পরমেশ্বর প্রামাণিক জানান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.