টুকরো খবর
তৃতীয় শক্তি তৃণমূল: সূর্যকান্ত
রাজ্যে ‘তৃতীয় শক্তি’ তৃণমূল। রেজিনগরে অকাল ভোটের প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সেই সঙ্গে কলকাতার গার্ডেনরিচে পুলিশকর্মীর মৃত্যু-সহ বেশ কিছু বিষয়ে বিঁধলেন মুখ্যমন্ত্রীকে। বুধবার তকিপুরে বাম প্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে প্রচারে গিয়ে সূর্যবাবু বলেন, “বাম আমলে নিরাপদে ছিলেন রাজ্যবাসী। এই সরকারের আমলে তৃণমূল আশ্রিত গুন্ডাদের হাতে পুলিশকর্মীরা প্রাণ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী সব বিষয়ে মুখর হলেও এ ব্যাপারে নীরব।” তাঁর কথায়, “তৃণমূল নীতিহীন। ক্ষমতার লোভে কখনও কংগ্রেস কখনও বিজেপির হাত ধরে।” উপনির্বাচনে জেতার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “এখানে তৃণমূল তৃতীয় শক্তি। ভোটে আমাদের জয় নিশ্চিত।” সূর্যবাবুর কটাক্ষ, সাম্প্রদায়িকতাকে উস্কানি দিতে তৃণমূল নেত্রী একসময় বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন। পাশাপাশি জনগণকে কংগ্রেস থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন সূর্যবাবু। তাঁর কথায়, “সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথা নত করছে কংগ্রেস। দেশের স্বার্থে বাম প্রার্থীকে ভোট দিন।” এ দিনের সভায় উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম-সহ অন্য নেতারা।

বিয়ে রুখলেন বিডিও
প্রশাসনের হস্তক্ষেপে ভেস্তে গেল এক কিশোরীর বিয়ে। বুধবার ডোমকলের মাঠপাড়া এলাকার ওই কিশোরীর বিয়ে হচ্ছিল। পাত্রের বাড়ি পাশের গ্রামে। বিয়েবাড়িতে পৌছে যান ডোমকলের বিডিও রবীন্দ্রনাথ মিশ্র। ওই কিশোরীর মাকে বুঝিয়ে বিয়ে আটকে দেন। মেয়েটির মায়ের বক্তব্য, “ভেবেছিলাম মেয়ের বিয়ে দিয়ে মুক্তি পাব। কিন্তু এখন জানালাম, এই বয়সে বিয়ে দেওয়া ঠিক নয়।”

১৩ জনের যাবজ্জীবন
খুনের দায়ে ১৩ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত দায়রা ও জেলা জজ (তৃতীয়)। সরকারি আইনজীবী জানান, ২০০৭-এর ২০ অক্টোবর নাকাশিপাড়ার নিশ্চিন্দপুরের বাসিন্দা দুর্যোধন বিশ্বাস (৪৫) খুন হন। ওই দিন নিহতের ভাই অর্জুন বিশ্বাস থানায় অভিযোগ দায়ের করেন। ওই খুনের অপরাধে বুধবার বিচারক সাজা ঘোষণা করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.