বিঁধছে সিপিএম
ছুটির মেজাজে দিঘায় মমতা
ছুটির মেজাজেই মঙ্গলবার দিনভর দিঘায় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে বেড়ালেন বেলাভূমিতে। গার্ডেনরিচ-কাণ্ড নিয়ে এ দিনও মুখ খোলেননি মুখ্যমন্ত্রী। বস্তুত তাঁর সৈকত-সফরে কাছেই ঘেঁষতে দেওয়া হয়নি সাংবাদিকদের।
গার্ডেনরিচ-কাণ্ডের পরে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী চুপ থাকার জেরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার খেজুরির সভায় নিহত পুলিশকর্মীর স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন ছাড়া মুখ্যমন্ত্রী এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তারপর বুধবার দিনভর দিঘায় ছুটির মেজাজে ঘুরে বেড়ানো এবং পুলিশমন্ত্রী হয়েও একটিবারও গার্ডেনরিচ প্রসঙ্গে কোনও কথা না বলায় চাপানউতোর শুরু হয়েছে। এ নিয়ে তৃণমূল নেত্রীকে বিঁধতে শুরু করেছে বিরোধী সিপিএম। বুধবার মুর্শিদাবাদের রেজিনগরে নির্বাচনী প্রচারে বিধানসভার বিরোধী দলনেতা সিপিএমের সূর্যকান্ত মিশ্র মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেই বলেন, “ওঁর এখন বিশ্রাম প্রয়োজন। দিঘা গিয়েছেন, ভাল কথা। আপাতত উনি বিশ্রামই নিন।”
সোমবার বিকেলে খেজুরির প্রশাসনিক জনসভা সেরে মুখ্যমন্ত্রী রওনা দেন দিঘা। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এবং মমতার দাদা ও বৌদি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অতিথিশালা ‘সৈকতাবাস’-এ রাত কাটান মুখ্যমন্ত্রী। এ দিন সকাল সাড়ে দশটায় সৈকতাবাস থেকে বেরিয়ে মমতা সোজা চলে যান পুরনো দিঘার বেলাভূমিতে। বেশ কিছুক্ষণ বেলাভূমিতে হেঁটে বেড়ান মুখ্যমন্ত্রী। মুকুল রায় ও নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ সঙ্গে ছিলেন না। আটপৌরে শাড়িতে দৃশ্যতই ছুটির মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। এই সময় হাঁটতে হাঁটতে তিন পৌঁছে যান স্থানীয় মৎস্যজীবীদের গ্রাম গোবিন্দবসানে। কয়েকজন মৎস্যজীবীর সঙ্গে টুকটাক কথাও বলেন। বেশ কয়েকজন পর্যটককেও তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়।
দুপুরে মুখ্যমন্ত্রী যান দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে। সেখানে পর্যটন ও মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে এক বৈক সারেন। বৈঠকে উপস্থিত ছিলেন দুই তৃণমূল সাংসদ শিশির ও শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। জানান, সৈকত শহর দিঘার উন্নয়নে মুখ্যমন্ত্রী নানা পরিকল্পনা নিয়েছেন। তাঁর নির্দেশেই আগামী দেড় মাসের মধ্যে সমুদ্র বাঁধ মেরামতির কাজ শেষ করা হবে। মৎস্যজীবীদের বায়োমেট্রিক কার্ড দেওয়া হবে বলেও জানান শুভেন্দু।
বৈঠক থেকে বেরিয়ে সর্পাষদ মমতা রওনা দেন উদয়পুরে। সেখানে আবারও বেশ খানিকটা সময় বেলাভূমিতে বেরিয়ে কাটান মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে অনেকটা পথ হেঁটে তিনি ফিরে আসেন সৈকতাবাসে। মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে ঘিরে দিঘায় কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। মোটর চালিত ভ্যান চলাচলে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বুধবার রাতটাও দিঘাতেই কাটাবেন মুখ্যমন্ত্রী। আজ, বৃহস্পতিবার তিনি শঙ্করপুর যেতে পারেন। যাওয়ার কথা রয়েছে পেটুয়াঘাট মৎস্য বন্দরেও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.