সদ্যোজাত এক শিশুকে পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। পুলিশ জানায়, বুধবার সকালে ক্ষিতিশ নস্কর, শ্রীন্নতি নস্কর নামে দু’জনকে বাসন্তীর ফুলমালঞ্চ থেকে এবং কুতুবুদ্দিন শেখ নামে এক জনকে বাসন্তীর ভাঙনখালি থেকে গ্রেফতার করা হয়। এ দিন গোপন সূত্রে খবর পাওয়া যায়, সদ্যোজাত শিশুটিকে এক লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হবে। সেই মতো অভিযান চালিয়ে ক্ষিতিশের বাড়ি থেকে ওই সদ্যোজাত শিশুটিকে উদ্ধারও করা হয়।
|
আরামবাগের কাবলের একটি হোটেলে মঙ্গলবার রাতে হানা দিয়ে বেআইনি ভাবে মজুত রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল বিলিতি মদ উদ্ধার করল পুলিশ। হোটেলের মালিক স্থানীয় বাসিন্দা তপন ঘোড়ুইকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা এলাকা জুড়ে অভিযান শুরু হয়েছে।
|
মাওবাদী সন্দেহে বাগনানের কল্যাণপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) জানায়, ধৃতের নাম আজিজুল মোল্লা। তার কাছে বেশ কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং তার সরঞ্জাম মিলেছে। সে বিস্ফোরক তৈরিতে বিশেষজ্ঞ বলে এসটিএফের দাবি। |