রেকর্ড আমদানিতে সামান্য বাড়ল রফতানি |
টানা আট মাস কমার পর গত জানুয়ারিতে সামান্য বেড়েছে দেশের রফতানি। আগের বছর একই সময়ের তুলনায় তা ০.৮২% বেড়ে হয়েছে ২,৫৫৮ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা জানিয়েছেন, রফতানি বাড়ায় চলতি অর্থবর্ষে লেনদেন খাতে ঘাটতি কিছুটা হলেও কমবে।
একই সময়ে আমদানি গত বারের তুলনায় বেড়েছে ৬.১২%। দাঁড়িয়েছে ৪,৫৫৮ কোটি ডলারে। যা সর্বকালীন রেকর্ড। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২,০০০ কোটি ডলার। যা কেন্দ্রের কাছে চিন্তার। সরকারি পরিসংখ্যান অনুসারে এ বার রফতানিতে মূলত ভাল ফল করেছে চাল, ওষুধ, তামাক ইত্যাদি। কিছুটা বেড়েছে ইঞ্জিনিয়ারিং পণ্য, বস্ত্র, গয়না ও দামি পাথরের রফতানিও। কিন্তু রফতানির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে আমদানিও। জানুয়ারিতে অশোধিত তেল এবং পেট্রোজাত পণ্যের আমদানি ৭% বেড়েছে। মূলত এর জেরেই বাণিজ্য ঘাটতি বেড়েছে অনেকটাই। বাণিজ্য সচিব এস আর রাও জানান, বেশ কিছু রাজ্যে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। যে কারণে এখানে বিদ্যুৎ উৎপাদন করতে প্রচুর পেট্রোপণ্য প্রয়োজন হচ্ছে। আনন্দ শর্মার অবশ্য দাবি, উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে পেট্রোপণ্যের চাহিদা বাড়াটাই স্বাভাবিক। আর তা যে ভাবেই হোক মেটাতে হবে। তবে রফতানির জন্য দেওয়া ত্রাণ প্রকল্পের জেরে আগামী দিনে তা বাড়বে বলেই এ দিন আশা প্রকাশ করেছে কেন্দ্র। উন্নত দুনিয়ার অর্থনীতির হাল ফেরার দিকেও তাকিয়ে তারা।
|
ক্ষতিপূরণের দাবি নিয়ে আজ দিল্লিতে অমিত মিত্র |
এ মাসের শুরুতে রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ঋণ এবং উন্নয়ন খাতে বাড়তি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এ বার বিক্রয় কর বাবদ তিন বছরের ক্ষতিপূরণ পুরোপুরি মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে দিল্লিতে আসছেন তিনি। পণ্য-পরিষেবা কর চালু নিয়ে আগামিকাল রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেখানেই এই দাবি তুলতে পারেন অমিতবাবু। বৈঠকের ফাঁকে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় আর্থিক সাহায্য নিয়েও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
|
ওয়াগনের অভাবে কমতে পারে জোগান |
আগামী দিনে প্রয়োজন মতো ওয়াগন না-পেলে কয়লার জোগান ব্যাহত হতে পারে বলে হুঁশিয়ারি দিল কোল ইন্ডিয়া। বৃহস্পতিবার সংস্থার সিএমডি এস নরসিংহ রাও জানান, অর্থবর্ষের প্রথম ন’মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে ২৪.৬৭ কোটি টন কয়লা দিয়েছে সংস্থা। যা আগের বছরের ওই সময়ের থেকে ২.৪৬ কোটি টন বেশি। কিন্তু তাঁর দাবি, এই অর্থেবর্ষে সব মিলিয়ে মোট ৪৭ কোটি টন কয়লা সরবরাহের লক্ষ্য ছুঁতে দিনে ২৩৮টি রেক দরকার। সেখানে ফেব্রুয়ারিতে মাত্র ২১৪টি এসেছে। ওয়াগন ঠিক মতো না পেলে ওই লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব নয়।
এ দিকে, প্রথম ন’মাসে সংস্থার উৎপাদন ৬.০৭% বেড়ে হয়েছে ৩০.৮৯ কোটি টন। নিট মুনাফাও বেড়েছে ১০.৮৪%। হয়েছে ১১ হাজার ৯৪২ কোটি টাকা।
|
কৃষকদের জন্য ‘রু-পে কিষাণ কার্ড’ আনল এলাহাবাদ ব্যাঙ্ক। সাধারণ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে এটি। দিনে তোলা যাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা। ব্যাঙ্কের দাবি, কার্ডটির মাধ্যমে সরাসরি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সঙ্গে কৃষি সংক্রান্ত লেনদেনও করা যাবে।
|
গোল্ড ফ্যাক্টরি গড়িয়াহাট, বেহালার বিপণিতে এনেছে ‘গোল্ড বুফে’ নামে গয়নার নয়া সম্ভার। এতে ২২ ক্যারাটের বিভিন্ন নক্শার ছোট ছোট সোনার গয়না মিলবে। দাম শুরু ৫০০ টাকা থেকে। |