পাকিস্তান সফর কাটছাঁট করে ভারতে ফিরে যাচ্ছেন গুলজার। তিন দিনের করাচি সাহিত্য উৎসবে যোগ দিতে গত দু’দিন ধরে পাকিস্তানে ছিলেন এই পরিচালক-গীতিকার। তাঁর সঙ্গে রয়েছেন সস্ত্রীক চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজও। তবে গুলজার জানিয়েছেন, পাকিস্তান সফর থেকে ফিরে আসার পেছনে কোনও রাজনৈতিক প্রভাব নেই।
|
নব কলেবরে গড়ে উঠল দক্ষিণ কলকাতার উত্তম মঞ্চ। বুধবার মঞ্চের উদ্বোধন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সংস্কারের জন্য পুরসভার ওই মঞ্চ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল। মেয়র-পারিষদ দেবাশিস কুমারের উদ্যোগে চার কোটি টাকায় উত্তমকুমারের নামাঙ্কিত মঞ্চটি নতুন করে গড়া হয়েছে। সোম থেকে শুক্র মঞ্চটির ভাড়া ১৪ হাজার ও শনি-রবিবারের ভাড়া ১৬ হাজার টাকা।
|
নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে সাত দিনের বিষ্ণুপুর উৎসব। আগামী সোমবার দিল্লি হাটে এই উৎসবের সূচনা হচ্ছে। বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী বলেন, “বিষ্ণুপুর তথা এই জেলার শিল্প সংস্কৃতিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।”
|