টুকরো খবর
ট্রেনের দাবিতে বিক্ষোভ কংগ্রেসের
জল, বালিতে বিপর্যস্ত রেলের আন্ডারপাস দিয়ে ঢুকতে হয় অন্ডাল রেল শহরে। নিয়মিত ওই রাস্তা পরিষ্কার করা ও অন্ডালে ছ’টি মেল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া-সহ একগুচ্ছ দাবিতে আসানসোলের ডিআরএম কার্যালয়ে বিক্ষোভ দেখাল অন্ডাল ব্লক কংগ্রেস সংখ্যালঘু সেল। কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, আন্ডারপাসটি অন্ডাল রেল শহরের প্রধান প্রবেশ পথ। শক্তিপুঞ্জ, ছাপড়া-শিয়ালদহ, হাওড়া-দেরাদুন, বিভূতি এক্সপ্রেস এবং মুম্বই মেলে অন্ডালের প্রচুর যাত্রী থাকে। কিন্তু এখানে দাঁড়ায় না এই ট্রেনগুলি। অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনও অন্ডালে দাঁড়ায় না। এছাড়া আসানসোল-বর্ধমান লোকাল ডাউন লাইনে সকাল সাড়ে ৯টার পর দুপুর সাড়ে বারোটা এবং আপ লাইনে সকাল ১১টার পর দুপুর দেড়টার আগে কোনও লোকাল ট্রেন নেই। ওই সময়ে একটি করে লোকাল ট্রেনের দাবিও জানান তাঁরা। রেল স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ডের কাছে মহাত্মা গাঁধীর মূর্তি বসানোর দাবি জানানো হয়েছে। বিক্ষোভে কংগ্রেসের বর্ধমান শিল্পাঞ্চল জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। ডিআরএম সঞ্জয় গেহলত জানান, দাবিগুলি দেখা হবে।

দুষ্কৃতীদের পুলিশ হেফাজত
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তিন দুষ্কৃতীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আসানসোল আদালত। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানান, মঙ্গলবার আসানসোলের কোর্ট মোড় থেকে এদের ধরা হয়। বুধবার বিচারক এই নির্দেশ দেন। ধৃতেরা প্রত্যেকেই ঝাড়খণ্ডের জামুই জেলার বাসিন্দা। পুলিশের দাবি, আসানসোলের একটি ডিস্ট্রিবিউশন সেন্টারে লুঠপাটের উদ্দেশ্যে এরা জড়ো হয়েছিল।

কেবলস নিয়ে বৈঠক
হিন্দুস্তান কেবলসকে অধিগ্রহণের সম্মতি জানিয়ে যে চিঠি ভারী শিল্প দফতরকে পাঠিয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড। বুধবার বিআইএফআরের বৈঠকে সেই চিঠি পেশ করল ভারী শিল্প দফতর। সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিআইএফআর ভারী শিল্প দফতরকে ওই চিঠি বোর্ড ফর রিকনস্ট্রাকশন অফ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের (বিআরপিএসই) কাছে জমা দিতে বলেছে। সব দিক বিচার বিবেচনা করে বিআরপিএসই বিষয়টি চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ক্যাবিনেটে পাঠাবে।

রাস্তা দখল করে নির্মাণের অভিযোগ
রাস্তা জবর দখল করে নির্মাণ কাজের অভিযোগ উঠল রানিগঞ্জের চর্বিমহল্লা এলাকার প্রাক্তন উপপুরপ্রধান তথা সিপিএম নেতা মহম্মদ কলিমের এক আত্মীয় আনোয়ার হোসেনের বিরুদ্ধে। এর জেরে পুরপ্রধানের কাছে প্রতিকারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুরপ্রধান অনুপ মিত্র জানান, তিনি পুরপ্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। ওই নির্মাণকারীদের পুরসভা অনুমোদিত নকশা অনুযায়ী কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আনোয়ারবাবুর দাবি, পুরবিধি মেনেই কাজ করছেন তিনি।

ট্রেনে অচেতন যাত্রী
ট্রেন থেকে অচেতন এক ব্যক্তিকে উদ্ধার করল আসানসোল জিআরপি। তাঁকে আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দামোদর ঠাকুর নামে ওই ব্যক্তি হাওড়া-মোকামা প্যাসেঞ্জারে মিহিজামে ফিরছিলেন। হাওড়া থেকে আসার পথে চা, বিস্কুট ও জল খান। তার পরই তিনি অচেতন হয়ে পড়েন। আসানসোলে ট্রেন থামলে কামরার অন্যান্য যাত্রীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে হাসপাতালে পাঠান তাঁকে।

অন্ডালে বইমেলা
আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অন্ডাল বইমেলা। রেলস্কুল মাঠে মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। থাকবেন পুলিশ কমিশনার অজয় নন্দ। মেলা কমিটি জানায়, মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

কংগ্রেসের অবরোধ
অধীর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা ও তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে বুধবার ২ নম্বর জাতীয় সড়কের চাঁদামোড় অবরোধ করে বিক্ষোভ দেখাল রানিগঞ্জ ও জামুড়িয়া ব্লক কংগ্রেস কমিটি।

পরিষেবার দাবি
বিভিন্ন জরুরি পরিষেবার দাবিতে রানিগঞ্জ পুরসভা কার্যালয়ে বিক্ষোভ দেখাল ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি। তাঁরা পুরপ্রধানের হাতে একটি দাবিপত্র তুলে দেন। তাঁদের দাবি, পানীয় জল সরবরাহ অপর্যাপ্ত। নর্দমা থেকে রাস্তা, সাফাই বন্ধ। নাকাল বাসিন্দারাও। সিপিএমের পুরপ্রধান অনুপ মিত্র জানান, দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.