অঙ্কন প্রতিযোগিতায় সামিল প্রতিবন্ধীরাও
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের আটের পল্লি-র উদ্যোগে সম্প্রতি বিভিন্ন সামাজিক এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বসে আঁকো প্রতিযোগিতায় দু’শো সাধারণ প্রতিযোগীর পাশাপাশি যোগদান করেন বিভিন্ন বয়সের ৬৫ জন প্রতিবন্ধী। তাঁদের গাড়ি করে আনার এবং পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন উদ্যোক্তারা। স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। সেখানে উপস্থিত লোকজনের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট চিকিৎসকেরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়। এলাকার বাসিন্দাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের কয়েকশো মানুষ যোগ দেন। এ সবের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবির হয়। ছিল যোগাসন প্রদর্শনী।
|
হুগলির সুরভারতীর সমাবর্তন অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বেলুড় |
শ্রীরামপুরের সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের ঊনবিংশ বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি হয়ে গেল। বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের বিবেকানন্দ সভাগৃহে ওই অনুষ্ঠান হয়। কলাকেন্দ্রের সম্পাদক ব্রজ চক্রবর্তী জানান, অভিনেতা সমদর্শী দত্তকে ‘রত্মভূষণ’ উপাধি দেওয়া হয়। পঞ্চম, সপ্তম ও অষ্টম বর্ষের পরীক্ষায় মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের মানপত্র এবং পুরস্কার দেওয়া হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ন’শো শিক্ষার্থী এসেছিলেন। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের অধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রাজ্য অ্যাকাডেমির সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। পুরস্কার প্রদানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গসঙ্গীত পরিবেশিত হয়।
|
শিল্পমেলা শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
সম্প্রতি শ্রীরামপুর গাঁধী ময়দানে ষষ্ঠ বার্ষিক ভারতমাতা পুজো এবং শিল্পমেলা অনুষ্ঠিত হল। দশ দিনের উৎসবে বিভিন্ন খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। বসে আঁকো, যোগাসন-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। সেবামূলক কর্মসূচি পালিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শিল্পমেলায় কয়েকটি সরকারি সংস্থা তাদের বিপণন সামগ্রী নিয়ে উপস্থিত ছিল। উৎসবের শেষ দিন ক্রীড়া ভারতীর অনুষ্ঠান ছিল বিশেষ উল্লেখযোগ্য। রাজ্য তথা দেশের ক্রীড়াক্ষেত্রের সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ক্যারাটে ও কিক বক্সিং শো দর্শকদের তারিফ আদায় করে নেয়।
|
অকশন ব্রিজ প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
হয়ে গেল গত ২৬ দিন ব্যাপী ৪২ তম অকশন ব্রিজ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা। ১২৮টি দল যোগদান করেছিল। গত সোমবার সন্ধ্যায় আরামবাগের লিঙ্ক রোডের গায়ে একটি দোকানের সামনে প্যান্ডেল করে চূড়ান্ত খেলাটি হয়। ঝন্টু ধর ও গোলক কর্মকার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন প্রদ্যুৎ চক্রবর্তী এবং শিশির কুণ্ডু জুটি। পরিচালনা করেন ক্লাব কর্মকর্তা মহাদেব দে। মুখ্য বিচারক কামারপুকুরের ব্রিজ বিশেষজ্ঞ বারিদবরণ সাহানা।
|
গ্রামীণ মেলা
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
সম্প্রতি আয়োজিত হয়ে গেল ৩০তম কুলগাছিয়া গ্রামীণ মেলা। হাওড়া উলুবেড়িয়া কুলগাছিয়া শিল্পচক্র ক্যালচারাল সোসাইটির উদ্যোগে ২-৯ ফেব্রুয়ারি কুলগাছিয়া মণি বিশ্বাস চাইল্ডকেয়ার ইউনিটের মাঠে মেলার উদ্বোধন করেন কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়।
|
ডোমজুড়ে উৎসব
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
বইমেলার পর উৎসব। এক মাস আগেই ডোমজুড় প্রাচ্যভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ডোমজুড় বইমেলা। একই মাঠে ২-১০ ফেব্রুয়ারি হয়ে গেল ডোমজুড় উৎসব। প্রথমটির উদ্যোক্তা ‘সম্প্রীতি’। অন্যটি হল ‘সমস্বর’-এর ব্যবস্থাপনায়। উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, অভিনেতা নিমু ভৌমিক, পরিবেশবিদ তপন সাহা ও প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায়। গান, নাচ, যাত্রা, নাটক ম্যাজিক শো-এর মাধ্যমে জমে উঠেছিল উৎসবের প্রতিটি দিন। ছিল আলোচনা সভা এবং প্রদশর্নীও। উৎসবের বিভিন্ন দিন উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন, সৈকত মিত্র। ছিল অঙ্কন ও প্রশ্নোত্তরের আসর। উদ্যোক্তারা জানান, এ বছর ৪০টি স্টল ছিল।
|
তৃণমূল পরিচালিত তারকেশ্বর পুরসভার উদ্যোগে পৌরমেলা।
মঞ্চে অভিনেতা দেব ও কলাকুশীলবরা।
ছবি তুলেছেন দীপঙ্কর দে।
|
|