আজকের শিরোনাম
ইলাহাবাদে মৃতের সংখ্যা বেড়ে ৩৬
কুম্ভ মেলায় স্নান সেরে ফেরার পথে গতকাল সন্ধ্যায় ইলাহাবাদ স্টেশনে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এখনও পর্যন্ত তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৩৬। মৃতদের মধ্যে রয়েছেন এক শিশু ও ২৬ জন মহিলা। প্রশাসনসূত্রে খবর, প্রায় সাড়ে তিন কোটি পুণ্যার্থী জমায়েত হয়েছিলেন এ বার শাহীস্নানের জন্য। এত মানুষের জমায়েতে
আত্মীয়কে না পেয়ে
ইলাহাবাদ স্টেশনে।
ছবি: এ এফ পি
হিমশিম খায় রেল প্রশাসন। অভিযোগ উঠেছে স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে যাতায়াতের জন্য ওভারব্রিজগুলি বন্ধ করে দেওয়া হয় রেলের তরফ থেকে। শুধুমাত্র একটিই খোলা রাখা হয়। প্রচুর সংখ্যক মানুষ সেখান দিয়ে যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের চাপে ভেঙে পড়ে ওই ফুটব্রিজ। আতঙ্কে পুণ্যার্থীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। একই সঙ্গে লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। আহত হয়েছেন প্রচুর মানুষ। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ দিকে, এই ঘটনার পর রেলমন্ত্রী পবন কুমার বনশলকে দ্রুত ব্যবস্থা ও পুণ্যার্থীদের সব রকম সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও রেলের পক্ষ থেকে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। এই ঘটনার জন্য অনেক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলসূত্রে খবর। আজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন রেলমন্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, ‘‘ওভারব্রিজ ভেঙে নয়, অতিরিক্ত ভিড়ের চাপেই এই দুর্ঘটনা।’’ অন্য দিকে, বিজেপি সভাপতি রাজনাথ সিংহ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
রেলের হেল্পলাইন নম্বর:
দিল্লি—০১১-২৩৩৪২৯৫৪/২৪৩৫৭৬৬০
ইলাহাবাদ—০৫৩২-১০৭২/২৪০৮১৪৯/২৪০৮১২৮/২৪০৭৩৫৩
কানপুর—০৫১২-২৩২৭০১৮
হাওড়া— ২৬৪১-৩৩৬০/২২৪১
২৬৪০-২২৪২/২২৪৩

বিজিবি-র গুলিতে মৃত্যু ভারতীয় কৃষকের
উত্তর দিনাজপুরের মাকরহাটে বিজিবি-র গুলিতে মৃত্যু হল এক ভারতীয় কৃষকের। গুলিতে আহত হয়েছে এক শিশুও। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়সূত্রে খবর, আজ সকাল ১০টা নাগাদ ওই কৃষক তাঁর জমিতে চাষ করতে যাচ্ছিলেন। সেই সময় বিজিবি-র ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তবে কী কারণে এই ঘটনার সূত্রপাত তা নিয়ে বিশেষ কিছু জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলার উচ্চপদস্থ আধিকারিকরা।

পুরী থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১
পুরী থেকে ফেরার পথে খড়গপুর বাইপাসের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ পর্যটকের। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, এঁরা সবাই ফিরছিলেন বহরমপুর।

কাটোয়ায় কারখানায় ডাকাতি
কাটোয়ার জাজিগ্রামে অ্যালুমিনিয়াম কারখানায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়সূত্রে খবর, ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল গাড়ি করে এসে অবাধে লুঠপাট চালায়। প্রায় ৮ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে তারা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.