টুকরো খবর
টিকিট ছাড়াই বিমানে চড়ল ১২ বছরের ছেলে
মাত্র বারো বছরের একটা ছেলে। কিন্তু তাকে নিয়ে রহস্যের শেষ নেই। তর তর করে নেমে এল বিমান থেকে। সঙ্গে কেউ নেই। এমনকী নেই কোনও টিকিট বা পরিচয়পত্রও। নিরাপত্তারক্ষীদের তো চক্ষুশূল। এ কী করে হয়? শনিবার দক্ষিণ স্পেনের মালাগা শহরের বিমানবন্দরে এমনই ঘটনা ঘটল। বিমানবন্দর সূত্রের খবর, তাকে প্রশ্ন করা হয়েছিল মা-বাবা কোথায়? কিশোরটি উত্তর দিয়েছে ফরাসিতে। জানিয়েছে মা-বাবা টিকিট কাটছে। তার থেকেই বিমানবন্দরের কর্তারা বুঝতে পেরেছেন, ব্রাসেলস থেকে সে কোনও ভাবে উঠে পড়েছে মালাগা গামী একটি বিমানে। কিন্তু তাতে কোনও ধন্ধের অবসান হয়নি তাঁদের। বিমান ও বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হচ্ছে কী ভাবে ছেলেটি সকলের চোখ এড়িয়ে বিমানে চড়ল? এমনিতে কোনও অভিভাবক সঙ্গে না থাকলে শিশু বা কিশোরদের বিমানে উঠতে দেওয়া হয় না। ছেলেটির মা-বাবাও জানিয়েছেন, তাঁদের ছেলে হারিয়ে গিয়েছে। কিন্তু ছেলেটি যে কেন নিজের মা-বাবাকে না জানিয়ে বিমানে ওঠার সিদ্ধান্ত নিল তাও ভাবাচ্ছে বিমানকর্তাদের।

সর্বজিৎকে নিয়ে ইয়াসিনের আবেদন
আফজল গুরুকে ফাঁসি দেওয়া হলেও সর্বজিৎ সিংহের ব্যাপারে কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য পাক সরকারের কাছে আবেদন জানালেন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিক। ফাঁসির আসামি সর্বজিৎ এখন পাক জেলে বন্দি। ১৯৯০ সালে লাহৌর এবং ফয়জলাবাদে ধারাবাহিক বিস্ফোরণে ১৪ জন নিহত হন। এই ধারাবাহিক বিস্ফোরণে জড়িত থাকার দায়ে তাঁকে প্রাণদণ্ড দিয়েছে পাক আদালত। আফজল গুরুর ফাঁসির পরেই পাকিস্তানের কিছু মানুষ এবং সংবাদমাধ্যমের একাংশ দাবি তুলেছে, ফাঁসি দেওয়া হোক সর্বজিৎকে। রবিবার একটি জমায়েতে পাক সরকারের উদ্দেশে ইয়াসিন বলেন, “আমি জানি কিছু লোকের দাবি সর্বজিৎকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু এমনটা করবেন না। তা করলে আফজলকে খুনের মতো এটাও একটা খুন হবে।” পাশাপাশি আফজলের ফাঁসিকে ভারতীয় গণতন্ত্রের একটি ‘কালো দিন’ বলে বর্ণনা করেছেন ইয়াসিন।

তিস্তা চুক্তি নিয়ে আশ্বাস
তিস্তা চুক্তি সই সেরে ফেলা হবে লোকসভা ভোটের আগে, অর্থাৎ বর্তমান ইউপিএ সরকারের আমলেই। এবং এই সময়ের মধ্যেই রূপায়িত হবে চুয়াত্তরের সীমান্ত প্রোটোকল। ভারতের বিদেশসচিব রঞ্জন মাথাই আজ বাংলাদেশের বিদেশমন্ত্রী ও বিদেশসচিবের সঙ্গে বৈঠকের পরে এই আশ্বাস দেন। ভারত বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ দেবে। ঢাকা চাইলে তা থেকে ২০ কোটি ডলার অনুদান হিসেবে ব্যবহার করতে পারে পদ্মায় সেতুনির্মাণের জন্য। বাংলাদেশের বিদেশসচিব শহিদুল হকের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মাথাই আজ এই কথা জানান। শহিদুল জানিয়েছেন, আগামী সপ্তাহে ভারতের বিদেশমন্ত্রী সলমন খুরশিদ ও আগামী মার্চে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় আসবেন। তার প্রস্তুতি নিয়েও কথা হয়েছে দু’পক্ষে। দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত জলবণ্টন ইত্যাদি বিষয়েও আলোচনা সফল হয়েছে। দু’দিনের বাংলাদেশ সফর সেরে দেশে ফেরার আগে মাথাই এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেছেন।

জারদারির বাড়ি
বিস্ফোরণ নিবারক কাঠামো তৈরির কাজ প্রায় শেষ পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বাড়ি বিলাবলে। এ ছাড়াও ছোট জেট বা হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বাঘরিয়া শহরের প্রায় ২৫ একর জমির উপর তৈরি এই বাড়ি। বাড়ির সামনের বিস্তৃত ঘাস-জমিতে প্রায় দশ হাজার লোক ধরতে পারে। ৎবাড়ি ও বাগান-সহ পুরো জায়গাটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। তিন স্তরের নিরাপত্তাবাহিনীকে অতিক্রম করে ঢুকতে হবে বাড়ির ভিতর। আগামী নির্বাচনের আগে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় নিশ্ছিদ্র করতেই এই পদক্ষেপ পাক সরকারের।

নিমোয় মৃত ১০
আবহবিদ্রা এই তুষারঝড়ের নাম দিয়েছিল নিমো। যা প্রায় কাঁপিয়ে দিয়ে গিয়েছে প্রায় সমগ্র উত্তর পূর্ব আমেরিকাকে। রবিবার, নিমোর আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়াল ১০। আবহাওয়া দফতর জানিয়েছে, এ রকম ভয়াবহ শীত ঝড়ের নজির বহুদিন দেখেনি উত্তর পূর্ব আমেরিকাবাসী। প্রশাসন সূত্রের খবর, প্রায় তিন ফুটেরও বেশি পুরু বরফে ঢাকা পড়েছে উত্তর পূর্ব আমেরিকার রাস্তাঘাট। প্রবল ঝড়ে কেঁপেছে একাধিক শহর। ঘটেছে একাধিক পথ দুর্ঘটনা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে। মৃতদের মধ্যে একটি বছর এগারো কিশোর মারা গিয়েছে বস্টনে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.