টুকরো খবর
দুষ্কৃতী গ্রেফতার
এক বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সন্ধ্যায় গাইঘাটার খেদাপাড়া এলাকা থেকে পূর্ণ বিশ্বাস নামে ওই দুষ্কৃতীকে ধরা হয়। পুলিশ জানায়, সে সীমান্তে পাচারের কাজে অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে গাইঘাটার ডুমা বাওড় এলাকার বিএসএফের আংরাইল ক্যাম্পের কনস্টেবল গৌতম কুমারের উপর দা নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই দলে পূর্ণ ছিল বলে তদন্তে জেনেছে পুলিশ। আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়।

দলের স্টলে রবীন্দ্রনাথ
দলের সঙ্গে ‘মন কষাকষি’ এখনও মেটেনি। তা সত্ত্বেও শনিবার বিকেলে বেগমপুর বইমেলায় দলেরই মুখপত্রের স্টলে গিয়ে কিছু ক্ষণ সময় কাটালেন সিঙ্গুরের ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের একাংশের তোলাবাজির বিরুদ্ধে মাস কয়েক আগে সরব হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মুখ খোলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বেগমপুর বইমেলার মুখ্য সংগঠক সন্টু রিট হুগলি জেলা তৃণমূল কোর কমিটির সদস্য। মেলায় রবীন্দ্রনাথবাবুকে সন্টুবাবুর সঙ্গেই বেশির ভাগ সময়ে দেখা গিয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, “আমি বইপ্রেমী। তাই বইমেলায় এসেছি। বেশ কিছু ধর্মগ্রন্থ কিনেছি।”

প্রধানের সঙ্গে অশালীন ব্যবহার
মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে এক স্কুল শিক্ষক ও তার ভাইকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার হাড়োয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন আজিবর রহমান এবং তার ভাই আতিয়ার রহমান। শুক্রবার বিকেলে প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য তারা পঞ্চায়েত অফিসে যান। সেখানেই প্রধানের সঙ্গে তাদের বিবাদ বাধে। অভিযোগ, উত্তেজিত হয়ে প্রধানের সঙ্গে অশালীন আচরণ করেন দুই ভাই। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

শিলান্যাসে বাধা
এক দল গ্রামবাসীর বাধায় কুলপির দামোদরপুর গ্রামে একটি আইটিআই কলেজের শিলান্যাস অনুষ্ঠান স্থগিত হয়ে গেল শনিবার। এলাকাবাসীর দাবি, সংখ্যালঘু উন্নয়নের টাকার বদলে শিক্ষা দফতরের টাকায় কলেজ গড়তে হবে। শিলান্যাস করার কথা ছিল তৃণমূল সাংসদ চৌধুরীমোহন জাটুয়ার। মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “গ্রামবাসীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আটক ৪ পুলিশকর্মী
চোরাই সোনার গয়না কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধরতে এসে শুক্রবার রাতে ক্যানিং বাজারে জনতার হাতে আটক হলেন বারুইপুর থানার চার পুলিশকর্মী। আধ ঘণ্টা পরে ক্যানিং থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আটক করা হয় ওই ব্যবসায়ীকে। গ্রামবাসীদের অভিযোগ, ব্যবসায়ীকে পুলিশকর্মীরা মারতে মারতে দোকান থেকে বের করেন। তাই তাঁদের আটক করা হয়। অভিযোগ মানেনি বারুইপুর থানা।

নেতার স্ত্রীকে হুমকি
সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষের বাড়িতে ঢুকে শনিবার তাঁর স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও জানান তুষারবাবুর স্ত্রী মানসীদেবী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভস্মীভূত ৪ দোকান, অবরোধ
আগুনে ছাই হয়ে গেল চারটি দোকান। আর সেই সূত্রে অবরোধের জেরে কাজের দিনের ব্যস্ত সময়ে সাত-আট ঘণ্টা আটকে রইল একটি গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ হাওড়া-আমতা রোডের পাশে বাঁকড়া বাজারের চারটি বই ও খেলনার দোকানে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.