দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
দলের স্টলে রবীন্দ্রনাথ
নিজস্ব সংবাদদাতা • বেগমপুর |
দলের সঙ্গে ‘মন কষাকষি’ এখনও মেটেনি। তা সত্ত্বেও শনিবার বিকেলে বেগমপুর বইমেলায় দলেরই মুখপত্রের স্টলে গিয়ে কিছু ক্ষণ সময় কাটালেন সিঙ্গুরের ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের একাংশের তোলাবাজির বিরুদ্ধে মাস কয়েক আগে সরব হয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে মুখ খোলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বেগমপুর বইমেলার মুখ্য সংগঠক সন্টু রিট হুগলি জেলা তৃণমূল কোর কমিটির সদস্য। মেলায় রবীন্দ্রনাথবাবুকে সন্টুবাবুর সঙ্গেই বেশির ভাগ সময়ে দেখা গিয়েছে। রবীন্দ্রনাথবাবু বলেন, “আমি বইপ্রেমী। তাই বইমেলায় এসেছি। বেশ কিছু ধর্মগ্রন্থ কিনেছি।” |
প্রধানের সঙ্গে অশালীন ব্যবহার
নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া |
মহিলা পঞ্চায়েত প্রধানের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগে এক স্কুল শিক্ষক ও তার ভাইকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার হাড়োয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন আজিবর রহমান এবং তার ভাই আতিয়ার রহমান। শুক্রবার বিকেলে প্রধানের সঙ্গে আলোচনা করার জন্য তারা পঞ্চায়েত অফিসে যান। সেখানেই প্রধানের সঙ্গে তাদের বিবাদ বাধে। অভিযোগ, উত্তেজিত হয়ে প্রধানের সঙ্গে অশালীন আচরণ করেন দুই ভাই। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। |
শিলান্যাসে বাধা
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
এক দল গ্রামবাসীর বাধায় কুলপির দামোদরপুর গ্রামে একটি আইটিআই কলেজের শিলান্যাস অনুষ্ঠান স্থগিত হয়ে গেল শনিবার। এলাকাবাসীর দাবি, সংখ্যালঘু উন্নয়নের টাকার বদলে শিক্ষা দফতরের টাকায় কলেজ গড়তে হবে। শিলান্যাস করার কথা ছিল তৃণমূল সাংসদ চৌধুরীমোহন জাটুয়ার। মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “গ্রামবাসীদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।” |
আটক ৪ পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
চোরাই সোনার গয়না কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে ধরতে এসে শুক্রবার রাতে ক্যানিং বাজারে জনতার হাতে আটক হলেন বারুইপুর থানার চার পুলিশকর্মী। আধ ঘণ্টা পরে ক্যানিং থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। আটক করা হয় ওই ব্যবসায়ীকে। গ্রামবাসীদের অভিযোগ, ব্যবসায়ীকে পুলিশকর্মীরা মারতে মারতে দোকান থেকে বের করেন। তাই তাঁদের আটক করা হয়। অভিযোগ মানেনি বারুইপুর থানা। |
নেতার স্ত্রীকে হুমকি
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তুষার ঘোষের বাড়িতে ঢুকে শনিবার তাঁর স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটার এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও জানান তুষারবাবুর স্ত্রী মানসীদেবী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। |
ভস্মীভূত ৪ দোকান, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আগুনে ছাই হয়ে গেল চারটি দোকান। আর সেই সূত্রে অবরোধের জেরে কাজের দিনের ব্যস্ত সময়ে সাত-আট ঘণ্টা আটকে রইল একটি গুরুত্বপূর্ণ রাস্তা। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ হাওড়া-আমতা রোডের পাশে বাঁকড়া বাজারের চারটি বই ও খেলনার দোকানে আগুন লাগে। দমকলের সাতটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। ঠিক কী কারণে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। |