কৃষ্ণনগরে স্কুলের পাশেই রক্তদান শিবির, অসন্তোষ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
স্কুলের পাশে তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির করলেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা। অভিযোগ, শনিবারের ওই অনুষ্ঠানের জন্য কৃষ্ণনগরের সেগুনপাড়া ১২ নম্বর ওয়ার্ডের দ্বিজেন্দ্রলাল রায় জিএসএফ স্কুলের পঠনপাঠন শিকেয় ওঠে। শিবিরে উপস্থিত ছিলেন দলের মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, উজ্জ্বল বিশ্বাস এবং তৃণমূলের স্থানীয় নেতারা। উদ্যোক্তাদের দাবি, স্কুলের জায়গায় রক্তদান শিবির হয়নি। আর এমন কিছু করা হয়নি যাতে পঠনপাঠনে কোনও অসুবিধা হয়। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, “স্কুল ছুটি দিয়েই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে জানি। ওই স্কুলের প্রধান শিক্ষিকাও উদ্যোক্তাদের একজন। তা ছাড়া ওই স্কুলে একটা সমস্যা রয়েছে। সে সব নিয়ে এ দিন কথা বলেছি।” প্রধান শিক্ষিকা চন্দ্রাবতী বন্দ্যোপাধ্যায়ও বলেন, “স্কুলের জায়গায় রক্তদান শিবির হয়নি। আয়োজকরা আগেই আমাদের চিঠি দিয়ে এই অনুষ্ঠানের কথা জানিয়েছিলেন। অনেক ছাত্রছাত্রী এ দিন স্কুলে আসেনি। ফলে সে ভাবে ক্লাস নেওয়া সম্ভব হয়নি।”
|
সুরক্ষা বৃদ্ধির জন্য কাজিরাঙা জাতীয় উদ্যানকে চারটি ডিভিশনে ভাগ করার সিদ্ধান্ত নিল রাজ্য বন দফতর। বনমন্ত্রী রকিবুল হুসেন জানান, প্রতিটি ডিভিশনের জন্য থাকবে পৃথক ডিএফও। বুড়াপাহাড় ও বাগারি রেঞ্জ মিলিয়ে তৈরি হচ্ছে কাজিরাঙা পশ্চিম ডিভিশন। কোহরা ও আগরাতলি মিলিয়ে গড়া হবে পূর্ব কাজিরাঙা ডিভিশন। ব্রহ্মপুত্রের উত্তর পাড়ে বিশ্বনাথ রেঞ্জকে পুরোপুরি উত্তর ডিভিশন করার সিদ্ধান্ত হয়েছে। এক মাসের মধ্যে নতুন প্রশাসনিক বিন্যাসের কাজ সারা হবে বলে জানান রকিবুল।
|
সংবাদসংস্থা • তিরুঅনন্তপুরম |
কেরল বিধানসভা চত্বরেই দেখা মিলল ১০ ফুট লম্বা একটি কেউটে সাপের। শুক্রবার সন্ধের ঘটনা। সেই সময় বিধানসভার অধিবেশন চলছিল। কেউটেটির আগমনে চাঞ্চল্য ছড়ায় বিধায়কদের মধ্যে। প্রায় ১ ঘন্টা প্রচেষ্টার পর অবশেষে এক জন সাপুড়ের হাতে ধরা পরে সাপটি। |