হাওড়া জেলা আদালত চত্বরে শুক্রবার হয়ে গেল থ্যালাসেমিয়া শিবির। গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের উদ্যোগে শিবিরে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ছাড়া ছিল অস্থি-শিবির, ইসিজি এবং হৃদরোগ পরীক্ষা ও রক্তচাপ মাপার ব্যবস্থা। উদ্বোধন করেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। ছিলেন কলকাতা ও ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারক সুশান্ত চট্টোপাধ্যায়-সহ অনেকে। সঙ্ঘের যুগ্ম সম্পাদক মিহির বন্দ্যোপাধ্যায়ের দাবি, “আদালত চত্বরে এ ধরনের শিবির আয়োজন রাজ্যে এই প্রথম।”
|
আসানসোল মহকুমা হাসপাতালে ন্যায্য মূল্যে ওষুধের দোকান চালু হতে চলেছে রবিবার। হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ওই দোকানের উদ্বোধন করার কথা রয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটকের। |