সাত দিন যেমন
অসীম দাস

শনিবারের রাশি: মকর।
নক্ষত্র: উত্তরাষাঢ়া।
শুভ রং: লাল, সবুজ ও আকাশি।
এড়িয়ে চলুন: হলুদ, বাদামি ও সোনালি।
শুভ সংখ্যা: ৩, ৬, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৭।
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে রবি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করায় কর্মক্ষেত্রে মানসিক ঘাত-প্রতিঘাত বাড়তে পারে এবং সহকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়াতে পারেন। শিল্পী ও সাহিত্যিকদের জন্য দিনটি ঘটনাবহুল হতে পারে। সন্তানের কৃতিত্বে মানসিক শান্তি বাড়তে পারে। ভাইয়ের পরামর্শে কোনও সমস্যার সমাধান হতে পারে। আবেগের বশে কোনও ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যে অপ্রিয় সত্যি কথা থেকে দূরত্ব বাড়তে পারে। মাইগ্রেন, মূত্রনালীর সমস্যায় সতর্ক থাকুন।
রবিবারের রাশি: মকর।
নক্ষত্র: ধনিষ্ঠা।
শুভ রং: লাল, কালো ও আকাশি।
এড়িয়ে চলুন: ঘন নীল, বেগুনি ও বাদামি।
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৬।
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে, রবি ও শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বিতীয়ে মঙ্গল ও বুধের সহাবস্থানের কারণে চাকুরিজীবীদের জন্য জরুরি নথি হারিয়ে সমস্যা বাড়তে পারে। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে জড়িতরা আর্থিক ভাবে লাভবান হতে পারেন। সন্তানের কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। নতুন করে শরিকি সমস্যা মাথাচাড়া দিতে পারে। প্রেমের ক্ষেত্রে মেজাজ হারিয়ে সমস্যা বাড়ার আশঙ্কা। দাম্পত্যে বাহন কেনার পরিকল্পনা করতে পারেন। গ্যাসের ব্যথা ভোগাতে পারে।

সোমবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: শতভিষা।
শুভ রং: সাদা, আকাশি ও বাদামি।
এড়িয়ে চলুন: বেগুনি, হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ১, ২, ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮।
এ দিন চন্দ্র রাহুর নক্ষত্রে, মঙ্গল ও বুধের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির নবমে রাহুর, শনির সঙ্গে এক যোগ হওয়ায় কর্মক্ষেত্রে সাহসীকতার জন্য পুরস্কৃত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য কোনও অর্থ লগ্নি করা ঠিক নয়। সন্তানের সঙ্গে মনোমালিন্য বাড়ার আশঙ্কা। ভাইয়ের কারণে সম্মানহানির সম্ভাবনা থাকবে। মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়তে পারে। অবৈধ প্রণয়ে জড়াতে পারেন। দাম্পত্যে শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এলার্জি বা ত্বকের সমস্যা হলে সাবধান থাকুন।

মঙ্গলবারের রাশি: কুম্ভ।
নক্ষত্র: পূর্বভাদ্রপদ।
শুভ রং: হলুদ, লাল ও আকাশি।
এড়িয়ে চলুন: সবুজ, স্টিল গ্রে ও বেগুনি।
শুভ সংখ্যা: ২, ৩, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ৪ ও ৮।
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে থাকায় মঙ্গল ও বুধের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির চতুর্থে বৃহস্পতির অবস্থানের জন্য চাকুরিজীবীদের ঊর্ধ্বতন কর্মীদের সঙ্গে ব্যবহারে সতর্ক থাকা উচিত। ব্যবসায়ীদের অংশীদারদের থেকে ক্ষতির আশঙ্কা থাকবে। সন্তানের আচরণ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনও আত্মীয়ের প্ররোচনায় পারিবারিক শান্তি নষ্ট হতে পারে। বেশি বয়সের ব্যবধানের কারওর সঙ্গে প্রেমে জড়াতে পারেন। দাম্পত্যে ক্ষোভ বাড়তে পারে। লিভারের সমস্যায় সতর্ক থাকুন।
বুধবারের রাশি: মীন।
নক্ষত্র: উত্তরভাদ্রপদ।
শুভ রং: সাদা, সবুজ, ও কালো।
এড়িয়ে চলুন: ঘন নীল, বাদামি ও লেমন।
শুভ সংখ্যা: ১, ৩, ৪ ও ৮।
এড়িয়ে চলুন: ৫।

এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির অষ্টমে শনি ও রাহুর সহাবস্থানের জন্য ভাইয়ের সাহায্যে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা। হঠকারি সিদ্ধান্তের জন্য ব্যবসায়ে অর্থ ক্ষতির আশঙ্কা থাকতে পারে। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে। সন্তানের পরামর্শে গৃহ-শান্তি বাড়তে পারে। নতুন কোনও সম্পর্ক মানসিক অস্থিরতা বাড়াতে পারে। দাম্পত্যে কোনও অপ্রত্যাশিত সম্পত্তি প্রাপ্তির খবরে উত্তেজনা বাড়তে পারে। ঘাড়, শিরদাঁড়া বা কোনও নার্ভের সমস্যা হলে সতর্ক থাকুন।
বৃহস্পতিবারের রাশি: মীন।
নক্ষত্র: রেবতী।
শুভ রং: লাল, হলুদ ও সবুজ।
এড়িয়ে চলুন: বেগুনি ও কালো।
শুভ সংখ্যা: ৩, ৪, ৫ ও ৯।
এড়িয়ে চলুন: ২।
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে বুধের, রবি ও মঙ্গলের সঙ্গে সহাবস্থান করার জন্য কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত পেতে পারেন। ব্যবসায়ীরা জরুরি নথি হারিয়ে আয়কর সমস্যায় জড়াতে পারেন। শরিকি সম্পত্তির ভাগাভাগিতে লাভের সম্ভাবনা দেখা দিতে পারে। বোনের মধ্যস্থতায় পারিবারিক সমস্যা মিটতে পারে। পুরনো কোনও সম্পর্ক প্রেমের দিকে মোড় নিতে পারে। ছোটখাটো কথা কাটাকাটি থেকে দাম্পত্যে উত্তেজনা চরম আকার নেওয়ার আশঙ্কা থাকবে। দাঁত ও টনসিল ভোগাবে।
শুক্রবারের রাশি: মেষ।
নক্ষত্র: অশ্বিনী।
শুভ রং: আকাশি, সাদা ও কালো।
এড়িয়ে চলুন: লাল, হলুদ ও গেরুয়া।
শুভ সংখ্যা: ৩, ৫, ৬ ও ৯।
এড়িয়ে চলুন: ১ ও ৮।
এ দিন চন্দ্র কেতুর নক্ষত্রে কেতুর সঙ্গে সহাবস্থান করায় চাকুরিজীবীরা শুভ পরিবর্তনের আশা করতে পারেন। ব্যবসায়ীদের জন্য সাময়িক দুশ্চিন্তা থাকলেও উপার্জন অনেকটা বাড়তে বাড়ে। সন্তানের সাফল্য খুশি করতে পারে। ভাইবোনের সঙ্গে একজোট হয়ে শরিকি সমস্যার মোকাবিলা করতে পারেন। প্রেমের ক্ষেত্রে অদূর ভবিষ্যতের পরিকল্পনা সার্থক হতে পারে। দাম্পত্যে উপার্জন বৃদ্ধির কথা ভাবতে পারেন। ভুল চিকিৎসা থেকে এবং শরীরের গোপনাঙ্গের সমস্যায় সাবধান থাকুন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.