হাড়িয়া খেয়ে এক তরুণীকে শুঁড়ে তুলে ছুঁড়ে দিয়ে জখম করল হাতি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারে নর্থপয়েন্ট সংলগ্ন মাংরা চৌপথি এলাকায়। হাতির হানায় ভেঙেছে ঘর। বন দফতর সূত্রে জানা গিয়েছে, জখম তরুণীর নাম সবিতা ওরাঁও। আলুপুরদুয়ার মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসর পরে শুক্রবার সকালে সবিতাকে ছেড়ে দেওয়া হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম দমপুরের রেঞ্জার সজল সরকার জানান, বুনোটি হাড়িয়া খেয়ে দুটি ঘর ভাঙে। পরে নিজেই এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয় কোরিয়া ওরাঁও জানান, রাত সাড়ে ১১টা নাগাদ ঘর ভাঙার শব্দ পেয়ে উঠে দেখেন একটি বিরাট দাঁতাল ঢুকেছে। দুই হাড়ি ভরা হাড়িয়া খেয়ে নেয়। পরে ওরাওঁদের বাড়ির কাছে যায়। সেখানে বছর চব্বিশের সবিতাকে শুঁড়ে তুলে প্রায় ১৫ ফুট দূরে ছুঁড়ে ফেলে দেয়। সবিতার মা সীতা ওরাঁও বলেন, “সবিতাকে ছুঁড়ে ফেলার পর টলতে টলতে হাতি তাঁর দিকে এগিয়ে যায়। তিনি পালিয়ে বাঁচেন।”
|
জ্বালানির মান, রিপোর্ট চাইল কোর্ট |
কেবলমাত্র গাড়ি পুরনো হলেই দূষণ ছড়ায় না, দূষণ হয় ভেজাল জ্বালানির জন্যও। দূষণ কমাতে গাড়ির জ্বালানির গুণমান পরীক্ষা করা হচ্ছে কি না, এ বার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আইনে কী বিধান আছে তা জানিয়ে আগামী বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দিতে হবে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুক্রবার গাড়ির দূষণ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ। মামলার অভিযোগকারী, পরিবেশকর্মী সুভাষ দত্ত জানান, কলকাতায় দূষণের ৭০ শতাংশই আসে গাড়ির ধোঁয়া থেকে। শহরে দূষণের অন্যতম কারণ রাস্তার অপ্রতুলতা এবং তা দখল হয়ে থাকা। এ দিন পরিবহণ দফতরের পক্ষ থেকে আদালতে একটি রিপোর্ট দিয়ে জানানো হয়, ২০১২-এর ১৩ অগস্ট বিজ্ঞপ্তি জারি করে ১৫ বছরের পুরনো গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া বন্ধ করা হয়েছে। যে সব গাড়ি বাতিল হচ্ছে, সেগুলি জেলায় গিয়ে সেখানকার আরটিএ-র অনুমোদন নিয়ে চলছে। এর পরেই সুভাষবাবু মন্তব্য করেন, “শহরের দূষণ গ্রামে চালান করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এটা কাম্য নয়।” বিচারপতিরা এ দিন মন্তব্য করেন, পুরনো গাড়ি ছাড়াও খারাপ এবং মিশ্রিত জ্বালানি ভয়ানক দূষণ তৈরি করে। সেদিকটাও দেখা দরকার।
|
জনতার প্রহারে মৃত চিতাবাঘ |
ফের চিতাবাঘ হত্যার ঘটনা ঘটল অসমে। শিবাসাগর, ধুবুরির পরে, আজ ডিব্রুগড়ের চাবুয়ায় একটি চিতাবাঘকে ঘিরে ফেলে হত্যা করা হল। পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা নাগাদ দেওঢাই গ্রামের বাসিন্দা অনন্ত গগৈ বাড়ির পিছনের সব্জি বাগানে গিয়েছিলেন। সেখানেই চিতাবাঘটি তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। চীৎকার শুনে প্রতিবেশীরা চিতাবাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। উত্তেজিত জনতা তার দেহ ছিন্নভিন্ন করে দেয়।
|
স্কুল ঘরের দেওয়াল ভেঙে দু’কুইন্টাল মিড ডে মিলের চাল খেয়ে ফিরে গেল বুনো হাতি। বৃহস্পতিবার রাতে শামুকতলার ধওলাঝোরা প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। বন দফতরের উত্তর রায়ডাকের রেঞ্জার সুজিত পাল জানান, কার্তিক জঙ্গল থেকে একটি মাকনা হাতি এ দিন স্কুলের পিছনের দেওয়াল ভেঙে চাল খায়।
|
রাজাজি জাতীয় অরণ্য থেকে উদ্ধার হল পূর্ণ বয়স্ক একটি পুরুষ বাঘের মৃতদেহ। বন দফতরের কর্মীরা জানান বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বাঘটির। একই দিনে উত্তরাখণ্ডের কুমায়ুন ও গাড়োয়াল জেলাতেও মিলল আরও দু’টি চিতাবাঘের মৃতদেহ।
|
ঝড়খালিতে ‘স্যাটেলাইট জু’ গড়তে উদ্যোগী হয়েছে বন দফতর। শুক্রবার কোচবিহারে ফুলমেলার উদ্বোধনে এসে তা জানান বনমন্ত্রী হিতেন বর্মন। |