শহরের দু’টি বাজার এলাকায় চারটি গাড়িবোমা বিস্ফোরণে নিহত হলেন ৩১ জন। ইরাক পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে প্রথম বোমাটি ফাটে একটি বাজারের মূল ফটকে। ক্রেতারা পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করলে দ্বিতীয় বিস্ফোরণটি হয় প্রথমটির চেয়ে মাত্র কয়েক মিটার দূরে। এখানে নিহত হন ১৭ জন। এর প্রায় এক ঘণ্টা পরে, অন্য একটি বাজার চত্বরে পর পর দু’টি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। সেখানে নিহত হন আরও ১৪ জন। আহত বহু।
|
আমেরিকাকে ধ্বংস করার লক্ষ্যে প্রায় ৪৫০ কেজি বিস্ফোরক নিয়ে হামলা চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক বাংলাদেশি যুবক। মার্কিন পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম কোয়াজি মহম্মদ রেজওয়ানুল এহসান নাফিস। সে আল-কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে জেরায় জানা গিয়েছে। ২সে অপরাধ স্বীকারও করেছে। ফেডেরাল রিজার্ভ ব্যাঙ্কে জঙ্গি হানা চালানোর পরিকল্পনা করেছিল সে। এফবিআইয়ের এক গোয়েন্দা নাফিসের সঙ্গে বন্ধুত্ব করে নিজেকে আল-কায়দা সদস্য পরিচয় দেন। নাফিসকে ওই ৪৫০ কেজি ভুয়ো বিস্ফোরক জোগাড় করে দেয় ওই গোয়েন্দাই। ব্যাঙ্কে আত্মঘাতী হানা চালাতে গেলে হাতেনাতে ধরা পড়ে যায় সে।
|
প্রায় ১০০ জন যাত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার সময়ে মেঘনা নদীতে ডুবে গেল একটি নৌকো। মাঝ নদীতে একটি বালি-বাহী নৌকার সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত নদী থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। তাদের মধ্যে এক জন নাবালক এবং অন্য জন ১৫ বছরের এক কিশোরী। বহু যাত্রী সাঁতরে পাড়ে উঠে এলেও অনেকে নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, অন্তত ৩০ জন যাত্রীর খোঁজ এখনও মেলেনি।
|
স্যান্ডির পর আরও এক ঝড়ের অপেক্ষায় আমেরিকা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ভয়ঙ্কর তুষারঝড় আছড়ে পড়তে পারে নিউ ইয়র্ক থেকে মেইন প্রদেশ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। দেশের নানা জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তুষারপাত। শনিবারের মধ্যে বস্টনে দুই ফুটের চেয়েও বেশি উচ্চতায় বরফ জমে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। খুব প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। বাতিল করা হয়েছে বহু বিমান এবং ট্রেনও।
|
আসবাবপত্রের দোকানে একটি মেয়ের মুখের ছবি দেখে পছন্দ হয়েছিল ভদ্রলোকের। দরদাম করে ছবিটি কিনে নেন ১,২০০ পাউন্ডে। পরে তিনি জানতে পারলেন, ওই ছবিটি আসলে প্রখ্যাত চিত্রকর গুস্তাভ করবেটের আঁকা বিখ্যাত ছবি ‘দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড’-এর ঊর্ধ্বাংশ। আর তার বাজার দর সাড়ে ৩ কোটি পাউন্ডেরও বেশি।
|
মাথায় গুলি খাওয়ার প্রায় চার মাস পরে অবশেষে হাসপাতাল থেকে মুক্তি পেলেন মালালা ইউসুফজাই। চিকিৎসকেরা জানিয়েছেন,
চলতি মাসের শুরুর দিকেই তাঁর মস্তিষ্কে এবং কানে দু’টি অস্ত্রোপচার করা হয়। মালালা এখন অনেকটাই সুস্থ, তাই ছেড়ে দেওয়া হচ্ছে তাঁকে।
|
ছ’ফুট বাই দু’ফুট একটা লোহার খাঁচা। তার এক একটা তাকে একেক জনের সংসার। ঝাঁ চকচকে হংকং শহরে অন্তত হাজার দশেক মানুষের আস্তানা এমনটাই। আর এর জন্য ভাড়া গুণতে হয় ১০৫ পাউন্ড। শহরে বাড়ির দাম আকাশছোঁয়া। তাই বিকল্প আস্তানা হিসেবে শহরের গরিব মানুষদের ঠাঁই হয়েছে ভাড়ার লোহার খাঁচাতেই। |