দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে গলসি উদয়ন সঙ্ঘ ও বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের ম্যাচটি টাই হয়েছে। দু’দলই করেছে ১৭৮ রান। প্রথমে গলসি ব্যাট করে ৩৩ ওভারে ৯টি উইকেট হারায়। দলের রাজীব বসাক ৫৩ রান করেন। সেন্টারের জয়নারায়ণ সাউ ৪২ রানে ২ উইকেট নেন। জবাবে বিপিসিসি ৩৩ ওভারে ৮ উইকেটে ওই রান তুলতে পারে। দলের রহমত গাইন ৭১ ওভারে করেন ৬৫ রান, কৌশিক দাস করেন ৪৬ রান। গলসির রাজীব বসাক ১৩ রানে দুই উইকেট দখল করেন। তবে জেলা ক্রীড়া সংস্থার নিয়ম অনুসারে প্রথম ২০ ওভারে যে দল সবচেয়ে বেশি রান করবে তাদেরই বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম ২০ ওভারে গলসি করেছিল ১০৬ ও সেন্টার করে ৮৪। ম্যাচের স্কোরার অয়ন বসু এই বিস্তারিত হিসেব জমা দেন ক্রীড়া সংস্থার কাছে। সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল বলেন, “ক্রিকেট সাব কমিটি ওই স্কোরশিট খতিয়ে দেখে ম্যাচের বিজয়ী দলের নাম ঘোষণা করবে।”
|
আন্তঃইসিএল টি-২০ ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল ইসিএলের সদর দফতর। ইসিএলের সাকতোড়িয়া স্টেডিয়ামে তারা সোদপুর এরিয়াকে ২৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে সদর দফতর সব উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ৭৮ রানে ইনিংস শেষ হয়ে যায় সোদপুরের।
|
আরএন কলোনি এসসি আয়োজিত ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল খাস কেন্দা সিএ। আরএন কলোনি মাঠে তারা আয়োজক সংস্থাকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আরএন কলোনি ৭৩ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় খাস কেন্দা।
|
ধান্ডাডিহি নবারুণ সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে বৃহস্পতিবারের খেলায় জিতল বক্তারনগর সিএ। ধান্ডাডিহি শব্দাবুড়ি মাঠে তারা নেতাজি যুব ক্লাবকে ১৫ রানে হারায়। প্রথমে ব্যাট করে বক্তারনগর সব উইকেটে ১৭২ রান করে। নেতাজি করে ১১৭ রান।
|
ইউজিসিএ আয়োজিত ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল রাধানগর এসি। উখড়া মাঠে তারা দেওঘর প্যান্থার ক্লাবকে ২৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে রাধানগর ৫ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে সব উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি দেওঘর।
|
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজী স্মৃতি ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল বৈজয়ন্তীপুর সিসি। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা কৈথী সিসিকে ৩৪ রানে হারায়।
|
রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে শুক্রবারের খেলায় জিতল কাজোড়া ফ্রেন্ডস ক্লাব। রনাই মাঠে তারা আসানসোল আরডব্লিউসিকে ৬ উইকেটে হারায়।
|
দ্বিতীয় ডিভিশন ভলি বল লিগ শুরু হল অরবিন্দ স্টেডিয়ামে। প্রথম দিন নবদয় সঙ্ঘ ২-১ সেটে সিএমএস স্পোর্টস রিক্রিয়েশন ক্লাবকে, অনাদি মালখণ্ডী ২-০ সেটে লোকো ইয়ং মেন অ্যাসোসিয়েশনকে হারায়। |