স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মারফত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগ নিয়েও ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষক নিয়োগের মতোই এই সব স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মেধাতালিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত (বিএড) প্রার্থীদের আগে নিয়োগ করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের পরে শূন্যপদ থাকলে তবেই প্রশিক্ষণহীনদের নিয়োগ করা যাবে। বৃহস্পতিবার বিচারপতি দেবাশিস করগুপ্ত এই রায় দেন। টেট-এ উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কয়েক জন শিক্ষক সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁদের দাবি, প্রশিক্ষণহীন এবং প্রশিক্ষণপ্রাপ্তদের স্কুল সার্ভিস কমিশন এক পংক্তিতে বসাতে পারে না। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় এবং এনসিটিইর পক্ষে আইনজীবী আশা গুটগুটিয়া বলেন, প্রশিক্ষণহীন শিক্ষক নিয়োগ করতে পারে না এসএসসি। এসএসসি জানায়, ইতিমধ্যে তারা টেট ও বিষয়ভিত্তিক পরীক্ষা নিয়েছে। টেট-এ কৃতকার্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। টেট-উত্তীর্ণদের বিষয়ভিত্তিক উত্তরপত্র দেখার কাজ প্রায় শেষ। বিষয়ভিত্তিক পরীক্ষায় কৃতকার্যদের মৌখিক পরীক্ষা নেওয়ার পরে চূড়ান্ত তালিকা তৈরি হবে। বিচারপতি রায় দেন, চূড়ান্ত মেধাতালিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের আগে নিয়োগ করতে হবে। |
পঞ্চায়েত ভোটে প্রত্যেক জেলায় প্রার্থী দেবে আরজেডি। দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব নিজে পঞ্চায়েত ভোটের প্রচারে আসবেন। বৃহস্পতিবার আরজেডির রাজ্য সভাপতি বিন্দাপ্রসাদ রায় এ কথা জানান। তিনি বলেন, কোন কোন এলাকায় প্রার্থী দেওয়া যেতে পারে, তা জেলা নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়েছে। গত বিধানসভা ও পুরভোটে আরজেডি বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছে। কিন্তু পঞ্চায়েত ভোটে সে ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। দলের নেতা কীর্তিমান ঘোষ জানান, জোট না হলে আরজেডি একাই লড়বে। |