|
|
|
|
চালু হচ্ছে রামপুরা টোলপ্লাজা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সমস্যা মিটতে চলেছে নারায়ণগড়ের রামপুরা টোলপ্লাজায়। আজ, শুক্রবার থেকেই টোল আদায় শুরু হতে পারে। বৃহস্পতিবার জেলাশাসক সুরেন্দ্র গুপ্তর দফতরে এ নিয়ে বৈঠক হয়। সেখানে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মকর্তা ও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র নেতৃত্বের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় পুরনো কর্মীদের একটা বড় অংশকে কাজে বহাল রাখা হবে।
গত অক্টোবর থেকে রামপুরায় টোল আদায় বন্ধ রয়েছে। পুরনো কর্মীদের বহাল রাখার দাবিতে আইএনটিটিইউসি’র আন্দোলনের জেরে অচলাবস্থা দেখা দেয়। জেলার ডেবরা-সহ রাজ্যের একাধিক টোলপ্লাজায় একই ঘটনা ঘটেছে। রামপুরায় টেন্ডারের মাধ্যমে নতুন সংস্থা টোল আদায়ে দায়িত্ব পেয়েছে। সাধারণত, নতুন সংস্থা তাদের মতো করে কর্মী নিয়োগ করে। এ ক্ষেত্রে পুরনো কর্মীদের কাজে বহাল রাখার দাবিতে বিক্ষোভ হয়। রামপুরায় ৬৮ জন কাজ করতেন। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে ৫০ জনকে কাজে বহাল রাখা হবে।
এ দিনের বৈঠকে উপস্থিত জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “এর ফলেও যাঁরা কাজ হারাবেন, তাঁদের যাতে অন্যত্র কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সেই দিকটি আমরা দেখব।” জানা গিয়েছে, রামপুরা টোলপ্লাজজার জট কাটাতে উদ্যোগী হয়েছিলেন তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই মতোই বৈঠকে সুরাহা হয়। তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দের বক্তব্য, “ফের টোলপ্লাজা চালু হচ্ছে। আমরা কর্মীদের পাশে ছিলাম। আগামী দিনেও থাকব।”
|
প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল বৃহস্পতিবার। শুরু হয়েছিল মঙ্গলবার থেকে। তিন দিনের এই প্রতিযোগিতা ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দেখা দেয়। |
|
|
|
|
|