কাঁথিতে নাট্যোৎসব
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তিন দিন ব্যাপী নাট্যোৎসবের আয়োজন করল শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাব। আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি এই নাট্যোৎসবে মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে। বর্তমান প্রজন্মের কাছে নাটক ও নাট্যচর্চায় আগ্রহ ফেরাতে এই প্রশিক্ষণ বলে জানান ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মুকুলজ্যোতি সরকার।
|
তামিলনাড়ুতে অবশেষে মুক্তি পেল বিশ্বরূপম |
অনিশ্চয়তার পর্দা সরিয়ে তামিলনাড়ুতে মুক্তি পেল ‘বিশ্বরূপম’। দু’সপ্তাহেরও বেশি সময় ধরে টালবাহানার পর রাজ্যে ছবিটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত কমলহাসনের ভক্তেরা। বৃহস্পতিবার সকাল থেকেই প্রেক্ষাগৃহগুলির সামনে বাজি পুড়িয়ে, বাজনা বাজিয়ে আনন্দোৎসবে মাতেন তাঁরা। কোথাও আবার কমলহাসনের ছবির উপর দুধ ঢেলে সম্মান জানানো হয়। খুশি কমলহাসন নিজেও। তিনি বলেন, “আমার সব ধর্মের ভক্তরাই আমায় নিশ্চিত করেছে, ছবিটির জন্য কোনও অশান্তি হবে না।” ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল বিশ্বরূপমের। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগে বন্ধ রাখা হয় প্রদর্শন। বিস্তর বিতর্কের পর বাদ দেওয়া হয় ছবিটির সাতটি দৃশ্য। অবশেষে বৃহস্পতিবার ভোর ছ’টায় তামিলনাড়ুর ৬০০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হল ছবিটি।
|
|
খোকাবাবুর ইনিংস...
|
নন্দিনী...
|
একটি ক্রিকেট লিগে খেলবেন তিনি। পুরোদমে প্র্যাক্টিস
শুরু করলেন দেব। বৃহস্পতিবার। ছবি: রণজিৎ নন্দী |
আলিপুর হর্টিকালচারে ফুলের
প্রদর্শনীতে মুনমুন সেন। ছবি: রাজীব বসু |
|
|