সাঙ্গাই হরিণ মেরে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
একেবারে ভাসমান জাতীয় উদ্যানের ভিতরে বসে বিরল সাঙ্গাই হরিণ মেরে মাংস ছাড়াচ্ছিল দুই মণিপুরি চোরাশিকারি। হাতেনাতে ধরা পড়েছে তারা। আপাতত দুইজনকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ঘটনার জেরে পশুপ্রেমীরা বনবিভাগের গাফিলতি নিয়ে সরব। বন বিভাগ সূত্রে খবর, লইশরাম কৃপা এবং হেইসনাম লুখোই নামে দুই চোরাশিকারি সাঙ্গাই হরিণের একমাত্র বাসভূমি কেইবুল লামজাও জাতীয় উদ্যানের ভিতরে সাঙ্গাই হরিণ মেরে চামড়া ছাড়িয়ে মাংস বের করে নেয়। পরে হরিণের চামড়া ও বাকি অঙ্গ-প্রত্যঙ্গ পুড়িয়ে দেয় তারা। কিন্তু, ধোঁয়া দেখে বনরক্ষীরা দুইজনকে ধরে ফেলেন। পশুপ্রেমীদের দাবি, দুই শিকারিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি, উদ্যানের নজরদারি কড়া করতে হবে।
|
গন্ডার নিধন ষড়যন্ত্র: গগৈ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
নিছক চোরাশিকারিদের কাণ্ড নয়, বছরের প্রথম ৩২ দিনেই ৮টি গন্ডার হত্যার ঘটনায় ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে মনে করছেন অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বনবিভাগ ও সরকার পক্ষ থেকে এর আগেও গন্ডার হত্যার বাড়বাড়ন্তের পিছনে অন্তর্ঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সাফ বলেন, “রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জনই এই গন্ডার নিধন। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।” গোটা ঘটনাটি নিয়ে কেন্দ্রের কাছে সিবিআই তদন্তেরও দাবি জানান তিনি। উল্লেখ্য, নাগাড়ে গন্ডার হত্যার ঘটনা নিয়ে জেরবার রাজ্য সরকার গত বছর সেপ্টেম্বর মাসে কাজিরাঙায় চোরাশিকারের ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল।
|
|
শীতের আরাম। রোদ পোহাচ্ছে ঝাড়গ্রাম ডিয়ার
পার্কের দুই অতিথি। রবিবার দেবরাজ ঘোষের ছবি। |
|
ষাঁড়ের লড়াই
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দুই ষাঁড়ের লড়াইয়ে তপ্ত হয়ে উঠল শীতের দুপুর। রবিবার পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড লাগোয়া রাঁচি রোডে এই সেয়ানে সেয়ানে লড়াইয়ে এলাকার দোকানপাট কিছু ক্ষণ বন্ধ হয়ে যায়। অ্যাম্বুলেন্স-সহ কয়েকটি গাড়ি রাস্তায় এসে পড়ে। বেগতিক দেখে চালকেরা গাড়ি ঘুরিয়ে অন্যদিকের রাস্তা ধরেন। পরে অবশ্য দুই ষাঁড়ে রণে ভঙ্গ দেয়।
|
গাছ লাগানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
পরিবেশ সচেতনতা বাড়াতে শোভাগঞ্জ থেকে আলিপুরদুয়ার চৌপথী পর্যন্ত রাস্তায় গাছ লাগানোর দাবি তুলল একটি সমাজসেবী সংগঠন। রবিবার দুপুরে একটি সংগঠনের তরফে কিছু চারাগাছ রোপণ করে ওই দাবি করা হয়।
|
|
শনিবারই দামোদর পেরিয়ে রানিগঞ্জের জামুড়িয়ার তপসি গ্রামে ঢুকেছিল দাঁতালটি।
বনকর্মী ও গ্রামবাসীদের তাড়ায় রবিবার সকালে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি পেরিয়ে
অজয় পেরিয়ে বীরভূমে চলে গেল সেটি। পাণ্ডবেশ্বরে অজয়ের চরে
ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ। |
|
রক্তচন্দন-সহ চিনা যুবক ধৃত |
সওয়া তিন কিলোগ্রাম রক্তচন্দন-সহ কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন চিন দেশের এক যুবক। বিমানবন্দর সূত্রের খবর, ধৃতের নাম জুয়াং জুয়া লি। রবিবার ভোরের বিমানে তিনি চিনের কুনমিং যাচ্ছিলেন। তাঁর ভাবগতিক দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। তাঁকে আটকে তল্লাশি চালিয়ে ব্যাগে ওই রক্তচন্দন পাওয়া যায়। আইন অনুযায়ী ভারত থেকে রক্তচন্দন বিদেশে নিয়ে যাওয়া যায় না। লি অবশ্য জানান, ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি রক্তচন্দন নিয়ে যাচ্ছিলেন।
|
যশোহর রোড দিয়ে ট্রাকে করে বাংলাদেশে পাচারের সময়ে ৯০টি গরু আটক করল পুলিশ। শুক্রবার রাতে বনগাঁ এবং গাইঘাটা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গরুগুলিকে আটক করে। গ্রেফতার পাঁচ জন। শনিবার রাতে বনগাঁর কালুপুর থেকে আরও দুই পাচারকারীকে ধরে পুলিশ। অন্য দিকে, ভাঙড়ের বৈরামপুর এলাকার এক দুষ্কৃতীর বাড়ি থেকে দু’টি পাইপগান ও তিনটি গুলি উদ্ধার হয়।
|
লাভপুরের মুখোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ির বাগান থেকে চুরি হয়ে গেল প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দু’টি চন্দন গাছ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে লাভপুরের দিঙারা গ্রামে। পুলিশ চুরির তদন্ত শুরু করেছে। |