একটি বেসরকারি শিক্ষা সংস্থার শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল বনগাঁয়। গত মঙ্গলবার বিচালিহাটায় স্থানীয় এক যুবক ওই শিক্ষিকাকে প্রথমে কটূক্তি করে এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। শিক্ষিকা প্রতিবাদ করেন। তাঁর স্বামী এলে ওই যুবক তাঁকেও মারধর করে এবং শিক্ষিকার শ্লীলতাহানি করে। এই মর্মে ওই দিনই থানায় অভিযোগ দায়ের হয়। শনিবার অভিযোগ করা হয় বনগাঁ আদালতেও। শিক্ষিকার মতে, “পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আদালতে গিয়েছি।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
মাটি পাচারকারীদের সঙ্গে এলাকার তোলাবাজদের বোমাবাজিকে ঘিরে শনিবার উত্তেজনা ছড়ায় বারাসত-২ ব্লকের ফলতি গ্রামে। পুলিশ জানায়, চার জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ ভাবে মাটি কাটছিল কিছু পাচারকারী। স্থানীয় কিছু দুষ্কৃতী তাদের কাছে তোলা চায়। তা নিয়েই দু’পক্ষের গোলমার বাধে।
|
পালিত ছেলেকে খুন করে কবর দেওয়ার অভিযোগে ধরা পড়ল বাবা। শনিবার স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রামের ঘটনা। মৃতের নাম রুহুল চৌধুরী (১৪)। ধৃত বাবার নাম রুলামিন চৌধুরী।
|
ভাইঝিকে উত্যক্ত করতে বারণ করায় জ্যাঠাকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরে সেই যুবকের বাড়ির সামনে বোমাবাজি চলে। শনিবার সন্ধ্যায় বনগাঁর নরহরিপুরের ঘটনা।
|
এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ডায়মন্ডহারবারের কবিরা গ্রামের ঘটনা। গ্রামের মাঠে অনুষ্ঠান দেখতে এসেছিল বছর পাঁচেকের মেয়েটি। তখনই আমির মোল্লা নামে ওই যুবক তার শ্লীলতাহানি করে। মেয়েটির মাসির অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পলাতক। |