পৃথক দুর্ঘটনায় মৃত আট জন, পথ অবরোধ
নিজস্ব প্রতিবেদন |
পৃথক দুই জেলায় মোট চারটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট জনের। মৃতদের মধ্যে দুই বালক-বালিকাও রয়েছে।
গরু বোঝাই লরির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুতে শনিবার সকালে উত্তেজনা ছড়াল দেগঙ্গার বেড়াচাঁপার সানপুকুরে। মৃত রফিক আলি মণ্ডলের (২৮) বাড়ি বেড়াচাঁপা-১ পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা গ্রামে। টাকি রোডে ওই দুর্ঘটনার পরে জনতা দেহ আটকে প্রায় চার ঘণ্টা রাস্তা অবরোধ করে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, লরিচালককে গ্রেফতার, রাস্তা মেরামতি ও যান নিয়ন্ত্রণের দাবি ওঠে। বারাসতের মহকুমাশাসক এবং বিডিও গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। লরিটি আটক করা হলেও চালক পলাতক। অন্য দিকে, চাকদহে বরযাত্রী বোঝাই বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছেন পাঁচ বরযাত্রী। শুক্রবার রাতে পলাগাছার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওই দুর্ঘটনায় আহত হন আরও ১৬ জন। চাকদহের নাটাপুলি গ্রামের কনের বাড়ি ফেরত ৬৫ জন বরযাত্রী নিয়ে বাসটি যাচ্ছিল ধুবুলিয়ায়া মায়াকোলে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, ‘‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা লরিটিকে ধাক্কা মারে। গাড়ি দুটি আটক করা হয়েছে।” শনিবার দুপুরে অন্য একটি দুর্ঘটনায় হরিণঘাটার কালীবাজারের কাছে স্কুল থেকে ফেরার পথে লরির ধাক্কায় মারা যায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী। নাম সহেলি রায় (৮)। এ দিন দুপুরেই ইঞ্জিনভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। মৃত কমল দাস (৮) দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। টিউশন থেকে ফেরার সময় কাকদ্বীপ-গঙ্গাধরপুর রাস্তায় অক্ষয়নগর মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘচে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে গেলে চিকিৎসকেরা জানান, তার মৃত্যু হয়েছে। |
নতুন ধাঁচে স্কুলের ভাবনা মুখ্যমন্ত্রীর |
ডব্লিউবিসিএস অফিসারদের বদলির চাকরি। বছরের যে কোনও সময় বদলি হতে পারেন তাঁরা। আর বছরের মাঝখানে বদলি হলে তাঁদের ছেলেমেয়েদের নতুন জায়গায় স্কুলে ভর্তি হতে অনেক সময় অসুবিধা হয়। শনিবার ওই অফিসারদের সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শিক্ষাবর্ষের মাঝখানে সরকারি অফিসারদের ছেলেমেয়েদের ভর্তির সমস্যা দূর করতে কেন্দ্রীয় বিদ্যালয়ের ধাঁচে স্কুল গড়ার ভাবনা রয়েছে তাঁর। এ বিষয়ে তিনি দিল্লির পাবলিক স্কুলের সঙ্গে কথা বলছেন। তাঁর কথায়, পাইলট প্রকল্প হিসাবে প্রথমে কয়েকটি স্কুল গড়া হবে। যদি সুফল পাওয়া যায়, তখন জেলা ও মহকুমা স্তরে ওই স্কুল হবে। ওই স্কুলগুলিতে বদলি হওয়া সরকারি কর্মীদের ছেলেমেয়েরা ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। |
পাঁচ দফায় ভোট, দাবি বিজেপি-র |
রাজ্য নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফায় পঞ্চায়েতের ভোটগ্রহণের দাবি জানিয়েছে বিজেপি। তাঁরা কমিশনের কাছে এই দাবিতে চিঠি দিয়েছেন বলে শনিবার দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ জানিয়েছেন। তাঁর বক্তব্য, “শাসক দলের নেতা-মন্ত্রীরা যে ভাবে দলীয় কর্মীদের খেপাচ্ছেন, তাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ছাড়া অবাধ ও শান্তিতে পঞ্চায়েত ভোট করা যাবে না। সে জন্যই পাঁচ দফায় ভোট দরকার।” |