বড় পকাই ধরা পড়ল। কিন্তু বড়তর পকাই? যারা বিশ্বাস করে, শিল্পীর টুঁটি টিপে, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো উচিত? যারা ‘বই পড়ে কারও রুচি আহত হবে’ ভেবে আকুল, আর বই না-পড়তে পেরে যাদের রুচি আহত হয়, তাদের প্রতি উদাসীন? কারণ সহজ। বই না-পড়া’রা দল পাকিয়ে লাঠি হাতে আসতে পারে, অন্য পক্ষ আসে না। গণতন্ত্র কী? গুন্ডাদের তুইয়ে-বুইয়ে হাত জোড় করে শান্তি বজায় রাখার ব্যবস্থাপনা। তবে বড় পকাইকে গারদে দেওয়া হল কেন, জবাব চাই। |