টুকরো খবর
মণিপুরের জঙ্গি মঞ্চে নেই ইউপিপিকে
দলের তিন মাথা গ্রেফতার হওয়ার পর জঙ্গি সংগঠনগুলির যৌথ মঞ্চ থেকেও বিতাড়িত হল ইউপিপিকে। মণিপুরের ৭টি জঙ্গি সংগঠন ‘স্বাধীন মণিপুর’ অর্জনের লক্ষ্যে জোট বেঁধেছিল। যৌথ মঞ্চের নাম দেওয়া হয় ‘কো-অর্ডিনেশন কমিটি’ সংক্ষেপে কোর-কম। আজ কোর-কমের পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে জানানো হয়েছে, ২৮ জানুয়ারি ও ৩১ জানুয়ারি, দু’দফায় মঞ্চের বৈঠক হয়েছে। ইউপিপিকে-র বিশৃঙ্খল অবস্থা ও নেতৃত্বহীনতার কারণে তাদের আর যৌথ মঞ্চে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যৌথ মঞ্চ জানিয়েছে: সাধারণ সম্পাদক, অর্থ সচিব ও সাংগঠনিক সচিব গ্রেফতার হওয়ার পরে ইউপিপিকে জঙ্গি গোষ্ঠীর অবস্থা ভাঙা হাটের মতো। সশস্ত্র সদস্যদের উপরে কারও নিয়ন্ত্রণ নেই। পুলিশ ও এনআইএ-র হাত এড়াতে সংগঠনের চেয়ারম্যান বনবিহারী-সহ বেশ কয়েকজন নেতা মঞ্চকে কিছু না জানিয়েই পালিয়ে গিয়েছেন। এ ছাড়াও মঞ্চের অভিযোগ, ইউপিপিকে ভারতের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে হাত মেলানোয় যৌথ মঞ্চের আদর্শ থেকেও তারা বিচ্যূত হয়েছে। আপাতত যৌথ মঞ্চের সদস্য হিসাবে রইল কেসিপি, কেওয়াইকেএল, প্রিপাক, প্রিপাক (প্রো), আরপিএফ ও ইউএনএলএফ।

নালন্দার নিয়োগেও প্রেসিডেন্সি মডেল
নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘মডেল’ অনুসরণ করা হতে পারে। ৪ ফেব্রুয়ারি পটনায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের গর্ভনিং বডির বৈঠক বসছে। সেখানে এই বিষয়ে আলোচনা হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান ও নালন্দার মেন্টর গ্রুপের সদস্য সুগত বসু বলেন, “নালন্দায় আমরা প্রথমে দু’টি বিভাগ চালু করতে চাই। ২০১৪ সালে এই বিভাগ দু’টি শুরু করতে হলে এখন থেকেই শিক্ষক নিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে।” বৈঠকে মূলত দু’টি বিষয়ে উপর আলোচনা হতে যাচ্ছে। প্রথমটি বিশ্ববিদ্যালয়ের নকশা তৈরির জন্য স্থপতি নির্বাচন এবং অন্যটি পঠন-পাঠন শুরুর ব্যবস্থা। এই বিশ্ববিদ্যালয় তৈরির নকশার জন্য বিশ্বব্যাপী স্থপতিদের প্রতিযোগিতার বাপারে আগেই সিদ্ধান্ত হয়। ৮০টি সংস্থা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সেখান থেকে ৮টি সংস্থাকে বাছাই করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ এবং ইকোলজি ও এনভারমেন্ট এই দু’টি বিষয়ে প্রথমে পঠন-পাঠন শুরু করতে চান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই বিশ্ববিদ্যালয়ের আচার্য অর্মত্য সেনও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। সুগতবাবু বলেন, “প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যে ভাবে ভাল শিক্ষক বাছাইয়ের চেষ্টা হয়েছে, একই ভাবে ওই পথ অনুসরণ করে এখানেও সেই ভাবে শিক্ষক নিয়োগ করা যায় কী না তা নিয়ে আলোচনা হতে পারে।”

রেল লাইন কাটা, বিঘ্ন ট্রেন চলাচলে
রাতের অন্ধকারে রেল লাইন কেটে রেখেছিল দুষ্কৃতীরা। তবে ট্রেন আসার আগেই তা রেলপুলিশের নজরে পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনাটি ঘটেছে কোকরাঝাড় জেলার শালাকাটিতে। পুলিশ সূত্রে খবর, গত রাতে রেলরক্ষীদের টহলদার বাহিনী শালাকাটি এলাকায় রেলপথ পরিদর্শনে বের হয়। তারাই দেখতে পান, প্রায় আড়াই মিটার রেল লাইন উধাও। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষের কাছে খবর যায়। লাইন জোড়ার পরে ফের আজ সকালে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ফের বসুন্ধরা
রাজস্থানে রাজ্য বিজেপি-র সভাপতি পদে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে ফিরিয়ে আনল দল। শনিবার এ কথা জানান, বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। কিছু দিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ক্ষুব্ধ ছিলেন বসুন্ধরা। রাজস্থানে গোষ্ঠীদ্বন্দ্বে বিপাকে পড়েছিল বিজেপি। তাই বিধানসভা ভোটের আগে বসুন্ধরাকে সভাপতির পদে ফেরানো হল বলে ধারণা।

ব্যান্ডকে হুমকি
কাশ্মীরের প্রথম মহিলা রক ব্যান্ডের সমর্থনে পথে নামলেন সমাজকর্মীরা। প্রশাসন সূত্রে খবর, মহিলা রক ব্যান্ডটি কিছু দিন ধরেই অনলাইনে নানা হুমকি ও গালিগালাজের মুখে পড়ছিল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পুলিশকে এই ঘটনার তদন্ত করার নির্দেশও দিয়েছিলেন। তিনি বলেন, “পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা তা দেখা হচ্ছে।”

বন্ধুই যখন শত্রু
বিয়ে করবে বলে বাড়ি থেকে পালিয়েছিল দশম শ্রেণির দুই স্কুলপড়ুয়া। সঙ্গে ছিল দেড় লক্ষ টাকার গয়না। তাদের পালাতে সাহায্য করবে বলে কথা দিয়েছিল দুই বন্ধু। ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে তাদের সঙ্গেই দেখা করে ওরা। কিন্তু সেই বন্ধুরাই তাদের প্রচণ্ড মারধর করে গয়না নিয়ে চম্পট দেয়। মেয়েটিকে পরে খুঁজে পাওয়া গেলেও সেই ছেলেটিকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঝুলন্ত দেহ উদ্ধার, অবরুদ্ধ পথ
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আজ বিকালে উত্তপ্ত হয়ে উঠল জামশেদপুরের বাগমেরা এলাকা। মৃতদেহ শুইয়ে রেখে চলে পথ অবরোধ। পুলিশ জানাচ্ছে, বাগমেরার এক যুবক, শ্রবণ কুমারের (২৬) ঝুলন্ত দেহ তার কর্মস্থলথেকে উদ্ধার করা হয়। যুবকের দেহ ময়নাতদন্তের পরে তুলে দেওয়া হয় তাঁর আত্মীয়দের হাতে। যুবকের পরিবারের অভিযোগ, শ্রবণকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.