অঘটন,সল্টলেকের পথে উল্টে গেল বিশাল এই ডাম্পার। |
সেক্টর ফাইভ থেকে সল্টলেকে ঢোকার মুখে বক্সব্রিজের উপরে শনিবার উল্টে গেল একটি ডাম্পার। যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ। দু’টি ক্রেনের সাহায্যে ঢালাইয়ের কাজে ব্যবহৃত ওই গাড়ি সরানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনায় দু’জন আহত হলেও সরকারি ভাবে হতাহতের কথা জানায়নি পুলিশ।
|
এ বার অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে কলেজের এক শিক্ষাকর্মীকে ঘেরাওয়ের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) সমর্থকদের বিরুদ্ধে। শনিবার, চারুচন্দ্র কলেজে। ১৯ জানুয়ারি কলেজের অধ্যক্ষ মুক্তিনাথ চট্টোপাধ্যায় বেশ কিছু শিক্ষাকর্মীর বিভাগ বদলির নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তির বিরোধিতা করেন শিক্ষাকর্মী মণিমালা ঘোষ। আদালতের দ্বারস্থও হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার টিএমসিপি-র বেশ কিছু সমর্থক তাঁকে ঘেরাও করে হেনস্থা করেন বলে অভিযোগ।
|
পথ দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার, বাইপাসে। মৃত সুকুমার রায়ের (৪৫) বাড়ি বিমানবন্দর থানা এলাকার নারায়ণপুরে। পুলিশ জানায়, গাড়ির ধাক্কায় গুরুতর জখম সুকুমারবাবুকে ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। অভিযুক্ত চালক ও গাড়িটিকে ধরা যায়নি।
|
বন্ধ ঘরের দরজা ভেঙে মিলল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এক কিশোরের দেহ। শনিবার, উল্টোডাঙা মেন রোডের এক আবাসনে। মৃতের নাম দেবায়ন বিশ্বাস (১৭)। সে শ্যামপুকুর স্ট্রিটের এক স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জেনেছে, ওই কিশোরের মা-র মৃত্যু হয় কয়েক মাস আগে। তারপর থেকেই অবসাদে ভুগছিল সে। মৃত্যুর খবর পেয়ে এ দিন দেবায়নের বাড়িতে যান স্কুলের শিক্ষকেরা। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। তবে কোন সুইসাইড নোট মেলেনি। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। |