কর ছাড়ের জন্য চাই স্বতন্ত্র ধারা,দাবি তুলল মিউচুয়াল ফান্ড শিল্প |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সঞ্চয়কে শেয়ারমুখী করে তুলতে কর ছাড়ের ‘টোপ’ ফেলেছিল কেন্দ্র। আয়কর আইনের ৮০সি ধারায় ছাড়ের আওতায় রাখা হয়েছিল ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিমগুলিকে (ইএলএসএস)। কিন্তু মিউচুয়াল ফান্ড শিল্পের অভিযোগ, ওই ধারায় কর ছাড় পেতে লগ্নির ঊর্দ্ধসীমা মাত্র এক লক্ষ টাকা। যার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গৃহ ঋণের মূল টাকা ইত্যাদিও। তাই ওই সব কিছুতে টাকা ঢালার পর ফান্ডে লগ্নি করলে, অনেক ক্ষেত্রে তা লক্ষের গণ্ডি ছাড়ায়। ফলে কর ছাড় মেলে না। সঞ্চয়ের টাকা ফান্ডে টানায় যা অন্যতম অন্তরায়। সেই কারণে এ বার এই লগ্নিকে স্বতন্ত্র ধারায় কর ছাড় দিতে সুপারিশ করেছে মিউচুয়াল ফান্ড শিল্প। শনিবার বণিকসভা আইসিসি আয়োজিত আলোচনাসভার শেষে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়ার (্অ্যামফি) ডেপুটি সিইও ভি রমেশ বলেন, “কেন্দ্রকে প্রস্তাব দিয়েছি, ইএলএসএসে লগ্নিতে কর ছাড়ের বিষয়টি ওই এক লক্ষ টাকার আওতা থেকে বার করে পৃথক ধারায় কর ছাড়ের ব্যবস্থা করা হোক। যেমন রয়েছে চিকিৎসা বিমা বা গৃহ ঋণে সুদের ক্ষেত্রে।” তাঁদের আশা, বাজেটে এ বিষয়ে ব্যবস্থা নেবেন পি চিদম্বরম। সেবি-র এগ্জিকিউটিভ ডিরেক্টর এস ভি মুরলীধর রাও আবার বলেন, “বিমা, ব্যাঙ্ক ইত্যাদির জন্য কেন্দ্রের নির্দিষ্ট নীতি আছে। ফান্ডের জন্যও তেমন নীতি প্রণয়ন জরুরি।” এই দুই পদক্ষেপ লগ্নিকারীদের ফান্ডে আকৃষ্ট করবে বলে আশা সেবি ও অ্যামফি-র।
|
|
বাঁধভাঙা উচ্ছ্বাস। শুক্রবার গভীর রাতে মার্কিন শেয়ার বাজারে উৎফুল্ল ব্রোকার।
ওই দিন গত ৫ বছরের
সর্বোচ্চ অঙ্কে পৌঁছে গেল মার্কিন মুলুকের দুই প্রধান
শেয়ার সূচক ডাও জোন্স ও এসঅ্যান্ডপি।
এর দৌলতে সোমবার ভারতের
বাজারও
উঠতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। ছবি: এএফপি |
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে লগ্নি করতে আগ্রহ দেখাল ভিয়েতনামের গাড়ি সংস্থা ওটোডিয়েন। ‘বঙ্গ’ নামে ছোট গাড়ি ও ১১ আসনের বাস তৈরি করতে চায় তারা। শনিবার মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্র ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন সিইও তুয়ান লি। কারখানা গড়তে অন্তত ১০ হাজার কোটি টাকা ঢালার ইচ্ছা অর্থমন্ত্রীকে জানিয়েছে সংস্থা। শিল্প দফতরের কাছে লিখিত প্রস্তাব দিতে বলেছে রাজ্যও।
|
মরাঘাট জঙ্গলকে ঘিরে পর্যটন শিল্প গড়তে ‘জিপ সাফারি’ চালুর দাবি তুললেন ডুয়ার্সের গয়েরকাটার বাসিন্দারা। তাঁরা মনে করেন, ওই ব্যবস্থা হলে পর্যটকদের ভিড় বাড়বে। জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিদ্যুৎ সরকার বলেন, “মরাঘাটে জিপ সাফারির প্রস্তাব রয়েছে। কিন্তু আর্থিক কারণে সেটা করা সম্ভব হচ্ছে না। কেমন করে ওই জঙ্গলকে পর্যটকদের কাছে তুলে ধরা যায় সেটাও দেখা হচ্ছে।”
|
|
একটি আর্ন্তজাতিক হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি
প্রণব মুখোপাধ্যায়। হরিয়ানার সূরজখণ্ডে। ছবি: পিটিআই |
|