প্রয়াত চিত্রশিল্পী শানু লাহিড়ী |
মারা গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও সমাজসেবী শানু লাহিড়ী। আজ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। অসামান্য শিল্পনৈপুন্যের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। সরকারি আর্ট কলেজেই তাঁর চিত্রকলার হাতেখড়ি। ১৯৫০ সালে প্রথম একক প্রদর্শনীতেই শিল্পসুষমার স্বাক্ষর রাখেন তিনি। ৬০ বছর বয়সে চিত্রশৈলীর জন্য ‘স্কলারশিপ অব প্যারিস’ সন্মানে পান। বিভিন্ন বিষয়ের ওপর তাঁর আঁকা ছবিগুলি ঐতিহ্য ও কল্পনার এক আশ্চর্য মেলবন্ধন। সমাজসেবামূলক কাজেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পরিবেশ পরিচ্ছন্নতার জন্য পথশিশুদের নিয়ে ‘ভাবনা’ নামক দল গঠন করেন। শৈশবের স্মৃতি নিয়ে তাঁর লেখা ‘স্মৃতির কলেজ’ এখনও সমান জনপ্রিয়।
|