আজকের শিরোনাম
রেজ্জাক নিগ্রহে হাইকোর্টে ধাক্কা সরকারের
রেজ্জাক নিগ্রহ মামলায় কার্যত হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বামনঘাটা কাণ্ডের পর ১৬ জানুয়ারি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রেজ্জাক পুত্র মুস্তাক আহমেদ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আনা হয়। আজ মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে ঘোরতর অস্বস্তিতে ফেলে দিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। ফৌজদারি দণ্ডবিধির ৩২৬ নম্বর ধারা মামলায় যুক্ত করা হয়নি কেন তা নিয়েও প্রশ্ন রাখা হয়। ১৪ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। প্রসঙ্গত বিচারপতি ইচ্ছাপ্রকাশ করেছেন হলফনামায় যেন স্বরাষ্ট্রসচিবের সই থাকে। ২১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

মেটিয়াবুরুজে বাড়িতে আগুন
গতকাল রাতে মেটিয়াবুরুজের হাজি রতন লেনে একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয় তিনজনের। রাত আড়াইটে নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির দোতলায় প্রথম আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান পরিবারের তিনজন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.